shono
Advertisement
Champions Trophy 2025

ফাইনালে ভারতকে হারাতে নিউজিল্যান্ডের কী করণীয়? পরামর্শ আসছে পাকিস্তান থেকে

কীভাবে ভারতের স্পিন আক্রমণ সামলানো সম্ভব? মন্ত্র দিচ্ছেন প্রাক্তন পাক তারকা।
Published By: Arpan DasPosted: 11:14 AM Mar 08, 2025Updated: 11:14 AM Mar 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। গ্রুপ পর্বের ম্যাচে বরুণ চক্রবর্তীর ঘূর্ণিতে একদফা পরাস্ত হয়েছে কিউয়িরা। দুবাইয়ে রবিবারের ফাইনালে যাতে সেই ছবিটা দেখা না যায়, তার জন্য পরামর্শ আসছে পাকিস্তান থেকে। প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতার জানিয়ে দিলেন, ভারতকে হারাতে কী করতে হবে স্যান্টনারদের?

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে পাকিস্তান। ভারতের কাছেও পরাস্ত হয়েছে তারা। এই নিয়ে নিয়মিত সোচ্চার প্রাক্তন পাক তারকারা। এবার ফাইনালে ভারতকে হারানোর মন্ত্র খুঁজছেন তাঁরা। নিউজিল্যান্ডকে পরামর্শ দিচ্ছেন শোয়েব আখতার, "এটা ভুলে যাও যে সামনে ভারত আছে। কখনও ভেবো না, তোমরা দুর্বল দল। স্যান্টনারকে এটা বিশ্বাস করতে হবে। এই গুণটা ওর মধ্যে আছে। অধিনায়ক হিসেবে এই খেতাব জিততে মরিয়া থাকবে ও।"

প্রাক্তন পাক পেসারের সংযোজন, "সঠিক সময়ে সঠিক অস্ত্র প্রয়োগ করতে হবে। রোহিত শর্মার আক্রমণ নিষ্ক্রিয় করতে হবে স্পিনার দিয়ে। তবে আমি মনে করি, ভারত এই ম্যাচে ৭০-৩০-এ এগিয়ে আছে। সেটা ব্যাটিং হোক বা স্পিনার কিংবা পরিপক্বতার জন্য। কিন্তু নিউজিল্যান্ড যদি সেরা খেলাটা খেলতে হবে, তাহলে ম্যাচ জিততেই পারে।"

ভারতের ব্যাটিং যেমন শক্তিশালী, তেমনই কুলদীপ-বরুণরা স্পিন অস্ত্রে ঘায়েল করছেন প্রতিপক্ষকে। কীভাবে সেটাকে নিষ্ক্রিয় করতে হবে, শোয়েব সেটার শিক্ষা নিতে বলছেন স্টিভ স্মিথের থেকে। তিনি বলেন, "ভারতীয় ব্যাটাররা আলাদা হয়ে যায় রানের ধারাবাহিকতা বজায় রাখার দক্ষতায়। সেই জন্য ওরা বড় রান করতে পারে। বড় রান তাড়াও করতে পারে। তবে স্মিথ দেখিয়ে দিয়েছে কীভাবে ভারতের স্পিন আক্রমণকে নিষ্ক্রিয় করা যায়। সেভাবেই নিউজিল্যান্ডকে ফিল্ডিংয়ের মধ্যে ফাঁকফোকর খুঁজে বের করতে হবে। আর একবার ২০-৩০ রান করে ফেলতে পারলে, সেটাকে ১০০-য় পরিণত করতে হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড।
  • গ্রুপ পর্বের ম্যাচে বরুণ চক্রবর্তীর ঘূর্ণিতে একদফা পরাস্ত হয়েছে কিউয়িরা।
  • দুবাইয়ে রবিবারের ফাইনালে যাতে সেই ছবিটা দেখা না যায়, তার জন্য পরামর্শ আসছে পাকিস্তান থেকে।
Advertisement