সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর চওড়া ব্যাটে পাকিস্তানের বিরুদ্ধে জয়। বিরাট সেঞ্চুরি করে গুচ্ছ রেকর্ড। দীর্ঘদিন রানের বাইরে থাকার পর স্বস্তির ইনিংস। কিন্তু এসবে উচ্ছ্বাসে ভেসে যেতে নারাজ বিরাট কোহলি। বরং তিনি অনেক বেশি বাস্তবমুখী। বুঝতে পারছেন, বয়স হচ্ছে। বুঝতে পারছেন, এবার মাঝে মাঝে বিশ্রাম দরকার।
পাকিস্তানের বিরুদ্ধে বিরাট ইনিংসের পর কোহলি বলছিলেন, "৩৬ বছর বয়স তো হল। মাঝে একটা সপ্তাহ ছুটি পেলে ভালোই হয়। এতটা পরিশ্রম করতে সত্যিই কষ্ট হয়।" আসলে পাকিস্তান ম্যাচের পর সপ্তাহখানেক ছুটি পাচ্ছে টিম ইন্ডিয়া। সেই ছুটি ক্রিকেটারদের কাজে লাগবে কিনা, জানতে চাওয়া হয়েছিল বিরাটের কাছে। সেই প্রসঙ্গেই ওই 'ছুটি'র কথাটি বলেছেন বিরাট। কিন্তু নিজের বয়স, এবং পরিশ্রম করার ক্ষমতা নিয়ে কিং কোহলির 'স্বীকারোক্তি' কিছুটা হলেও ভাবাবে কোহলির ভক্তদের।
রবিবার দুবাইয়ে একাধিক রেকর্ড গড়েছেন বিরাট। দ্রুততম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১৪ হাজার রানের গণ্ডি পেরিয়েছেন কোহলি। ভেঙেছেন শচীন তেণ্ডুলকরের ১৯ বছরের রেকর্ড। ৩৫০টি ম্যাচ খেলে একদিনের ম্যাচে ১৪ হাজার রান ঝুলিতে ভরেছিলেন মাস্টার ব্লাস্টার। সেখানে বিরাট এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেছেন ২৮৭ ইনিংসেই। এর পাশাপাশি বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে ১৪ হাজার রান টপকানোর নজিরও গড়েছেন বিরাট। ওয়ানডে-তে ৫১টি সেঞ্চুরি এবং সবমিলিয়ে ৮২টি শতরানের মালিক সঙ্গে সঙ্গে ঢুকে পড়েন নতুন রেকর্ডের তালিকায়। বিশ্বের একমাত্র ব্যাটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি (২০২৫), এশিয়া কাপ (২০১২ ও ২০২৩) এবং ওয়ানডে বিশ্বকাপে (২০১৫) পাকিস্তানের বিরুদ্ধে শতরানের নজির গড়ে ফেলেছেন বিরাট।
এত রেকর্ডের পর আপাতত সেমিফাইনালে নজর কিং কোহলির। তার আগে নিউজিল্যান্ড ম্যাচ। তারও আগে এক সপ্তাহের বিরতি। আপাতত এই এক সপ্তাহের বিরতিটাকে উপভোগ করতে চান কোহলি।
