shono
Advertisement

Breaking News

Jasprit Bumrah

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে শারীরিক পরীক্ষা বুমরাহর, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন?

কবে আসবে রিপোর্ট?
Published By: Arpan DasPosted: 04:43 PM Feb 03, 2025Updated: 04:43 PM Feb 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলতে পারবেন জশপ্রীত বুমরাহ? ভারতীয় পেসারের চোট নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। টুর্নামেন্টের জন্য ঘোষিত দলে নাম রয়েছে বুমরাহর। কিন্তু পিঠের চোট নিয়ে এখনও ভুগছেন তিনি। তবে শেষ পর্যন্ত কী দাঁড়ায়, সেটার জন্য আরও দু-তিন দিন অপেক্ষা করতে হবে।

Advertisement

বর্ডার-গাভাসকর ট্রফির টেস্টের দ্বিতীয় দিনে আচমকাই মাঠে ছেড়ে বেরিয়ে যান বুমরাহ। দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি। চোটের কারণে নামতে পারেননি ইংল্যান্ড সিরিজেও। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন তিনি। একটা সর্বভারতীয় সংবাদপত্রের মতে, বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পৌঁছে গিয়েছেন। সেখানে তাঁর শারীরিক পরীক্ষা হবে। তার ফলাফলের উপরই নির্ভর করবে বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ।

সোমবার সন্ধ্যাতেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়েছেন বুমরাহ। শোনা যাচ্ছে, বিসিসিআইয়ে মেডিক্যাল দলের অধীনে তাঁর পরীক্ষা চলবে। আগামী দু-তিন দিনের মধ্যে সেই রিপোর্ট নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকরের কাছে জমা দেবেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের দলে রয়েছেন বুমরাহ। সেই দলে অবশ্য বদল আনা যাবে। কিন্তু তার জন্য সময় আছে মাত্র এক সপ্তাহ। তার মধ্যে কি সবুজ সংকেত পাবেন বুমরাহ? গত বছর দুরন্ত ফর্মে ছিলেন বুমরাহ। সম্প্রতি আইসিসি ও বিসিসিআইয়ের সেরা ক্রিকেটার হয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি না খেলতে পারলে বড় ধাক্কা হবে ভারতের জন্য। সেই সঙ্গে প্রশ্ন, তাঁর বিকল্প কে হতে পারেন? উঠে আসছে হর্ষিত রানার নাম। জানা যাচ্ছে, ১৫ ফেব্রুয়ারি দুবাইয়ে যেতে পারে ভারতীয় দল। ফলে আপাতত অপেক্ষা ছাড়া উপায় নেই ভারতের জন্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলতে পারবেন জশপ্রিত বুমরাহ? ভারতীয় পেসারের চোট নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে।
  • টুর্নামেন্টের জন্য ঘোষিত দলে নাম রয়েছে বুমরাহর। কিন্তু পিঠের চোট নিয়ে এখনও ভুগছেন তিনি।
  • তবে শেষ পর্যন্ত কী দাঁড়ায়, সেটার জন্য আরও দু-তিন দিন অপেক্ষা করতে হবে।
Advertisement