shono
Advertisement

Breaking News

Champions Trophy

'দেশের একজন ট্যক্সি ড্রাইভারও প্রশ্ন তুলবে', গম্ভীরকে ভারত-পাক মহারণ 'সাধারণ' ভাবতে বারণ শাস্ত্রীর

'চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধু পাকিস্তান ম্যাচ খেলতে যাচ্ছি না', সম্প্রতি বলেছিলেন গম্ভীর।
Published By: Arpan DasPosted: 12:25 PM Feb 06, 2025Updated: 12:25 PM Feb 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তান ম্যাচকে আলাদা করে দেখতে রাজি নন গৌতম গম্ভীর। আবার তাঁর এই মতামতের সঙ্গে একমত নন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। যতই হোক, ভারত-পাক মহারণ লোকে মনে রাখে, সেই দিয়েই পারফরম্যান্স বিচার করে। সেটা গম্ভীরকে মনে করিয়ে দিলেন শাস্ত্রী।

Advertisement

সম্প্রতি পাকিস্তান ম্যাচ নিয়ে গম্ভীরের বলেছিলেন, “আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধু একটা ম্যাচ খেলতে যাচ্ছি না। তবে এই ম্যাচকে আমরা কোনও ভাবেই ছোট করে দেখছি না। আর যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে এই ম্যাচটাও সমানভাবে গুরুত্বপূর্ণ, তাই এটাও জিততে হবে।”

রবি শাস্ত্রী সেটা মানতে নারাজ। এটা ঠিক যে, মিডিয়ার সামনে অনেক কথাই বলতে হয়, কিন্তু এটাকে সত্যিকারে এই ম্যাচকে আর পাঁচটা ম্যাচ ভাবার ভুল যেন গম্ভীর না করেন। সেটা মনে করিয়ে দিচ্ছেন শাস্ত্রী। তিনি বলছেন, "আমি সাত বছর কোচ ছিলাম। আমিও গম্ভীরের মতো বলতাম, এটা আর পাঁচটা ম্যাচের মতো। কিন্তু ভিতরে ভিতরে জানতাম, এর গুরুত্ব কোথায়। মিডিয়ার সামনে অনেক কথাই বলা যায়, কিন্তু আসলে জিততেই মাঠে নামবে। যদি তুমি সেটা না করতে পারো, তাহলে পরে যতক্ষণ না তুমি পাকিস্তানের বিরুদ্ধে জিতছ, সেটা লোকে মনে রাখবে।"

সেটার কারণও ব্যাখ্যা করে দিচ্ছেন শাস্ত্রী। সেই প্রসঙ্গেই তিনি তুলে আনছেন ট্যাক্সি ড্রাইভারের মতো সাধারণ মানুষের প্রসঙ্গ। ভারতের প্রাক্তন কোচের বক্তব্য, "অতীতে কী করেছ, সেটা লোকে মনে রাখবে না। ১০ ম্যাচে ৮-৯টা ম্যাচ জিতলেও কিছু যায়ে-আসে না। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে হার সবাই মনে রাখবে। সেটা একজন ট্যাক্সি ড্রাইভার হোক বা রাস্তার যে কেউ হোক। ভারতের ম্যাচে কী হল? একইভাবে পাকিস্তানেও প্রশ্ন ওঠে, পাকিস্তানের ম্যাচে কী হল? ফলে মুখে যাই বলো না কেন, এটা সম্পূর্ণ আলাদা ম্যাচ।"

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি, বাংলাদেশের বিরুদ্ধে। তারপর ২৩ ফেব্রুয়ারি ভারত-পাক মহারণ। হাইব্রিড মডেল বিতর্কের পর এই হাইভোল্টেজ ম্যাচের দিকে তাকিয়ে আছে ক্রিকেট দুনিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তান ম্যাচকে আলাদা করে দেখতে রাজি নন গৌতম গম্ভীর।
  • আবার তাঁর এই মতামতের সঙ্গে একমত নন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।
  • যতই হোক, ভারত-পাক মহারণ লোকে মনে রাখে, সেই দিয়েই পারফরম্যান্স বিচার করে। সেটা গম্ভীরকে মনে করিয়ে দিলেন শাস্ত্রী।
Advertisement