shono
Advertisement
IPL 2025

'অপারেশন সিঁদুরে'র সাফল্য উদযাপন, আইপিএল ফাইনালে আমন্ত্রণ সেনাবাহিনীর তিন প্রধানকে

৩ জুন আহমেদাবাদে খেলা হবে আইপিএল ফাইনাল।
Published By: Anwesha AdhikaryPosted: 12:24 PM May 28, 2025Updated: 12:24 PM May 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যা আন্দাজ করা গিয়েছিল, শেষ পর্যন্ত তাই হচ্ছে। আগামী ৩ জুন আইপিএল ফাইনালের দিন ভারতীয় সেনাবাহিনীর তিন প্রধানকে আহমেদাবাদে আমন্ত্রণ জানানো ভারতীয় বোর্ড। যেখানে টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠানে সেনাবাহিনীকে কুর্নিশ জানানো হবে 'অপারেশন সিঁদুর'-এর সাফল্যের জন্য।

Advertisement

মঙ্গলবার ভারতীয় বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া এক বিবৃতিতে বলে দেন, "আমরা ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসার এবং যোদ্ধাদের আমন্ত্রণ জানিয়েছি আহমেদাবাদে আইপিএল ফাইনালের দিন। 'অপারেশন সিঁদুর'-এর সাফল্য উদযাপনে। ভারতীয় বোর্ড দেশের সেনাবাহিনীর দুর্জয় সাহস, নিঃস্বার্থ সেবাকে সম্মান জানাচ্ছে। আর সেই কারণে বোর্ড ঠিক করেছে, আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান আমরা দেশের সেনাবাহিনীকে উৎসর্গ করব। আমাদের দেশনায়ক যাঁরা, তাঁদের সম্মানিত করব। ক্রিকেট আমাদের দেশে এক আবেগের বিষয়। কিন্তু সবার আগে দেশ। দেশের সার্বভৌমত্ব। দেশের নিরাপত্তা।"

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ছাব্বিশ জন নিরাপরাধ পর্যটককে নির্বিচারে হত্যা করে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসীরা। প্রত্যাঘাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ন'টা জঙ্গিঘাঁটি উড়িয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী। যে অভিযানের নাম দেওয়া হয় 'অপারেশন সিঁদুর'। যার ফলে ভারত-পাকিস্তান, দু'দেশের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় সাময়িক। শেষে পাকিস্তানের অনুরোধে সংঘর্ষ বিরতিতে রাজি হয় ভারত।

আপাতত সংঘর্ষ বিরতি চলছে। সীমান্ত উত্তেজনার কারণে মাঝে দিনদশেক বন্ধ থাকার পর আইপিএল আবার শুরু হয়েছে। এবং টুর্নামেন্ট ফাইনালের দিন ভারতীয় সেনাবাহিনীর তিন সার্ভিস চিফকে আমন্ত্রণও করা হচ্ছে। তাঁরা হলেন, দেশের চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠি, এবং ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। আগামী ৩ জুন আহমেদাবাদে খেলা হবে আইপিএল ফাইনাল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বোর্ড ঠিক করেছে, আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান আমরা দেশের সেনাবাহিনীকে উৎসর্গ করব।
  • গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ছাব্বিশ জন নিরাপরাধ পর্যটককে নির্বিচারে হত্যা করে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসীরা।
  • সীমান্ত উত্তেজনার কারণে মাঝে দিনদশেক বন্ধ থাকার পর আইপিএল আবার শুরু হয়েছে।
Advertisement