সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের মাটিতে টিম ইন্ডিয়ার হোয়াইটওয়াশ হওয়াটা কিছুতেই মেনে নিতে পারছেন না ভারতীয় সমর্থকরা। একের পর এক টেস্টে হারের পর গৌতম গম্ভীরের রণনীতি প্রশ্নের মুখে। এমন লজ্জার পরাজয়ের পর গুয়াহাটিতে ভারতীয় দলের হেডকোচকে শুনতে হয়েছিল 'গো ব্যাক', 'গম্ভীর হায় হায়' ধ্বনি। এবার রাঁচিতেও তাঁকে হজম করতে হল 'দুয়োধ্বনি'।
ঠিক কী ঘটেছে? শুক্রবার থেকে ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুলরা। অনুশীলনে গৌতম গম্ভীরের থাকাটাও স্বাভাবিক। কিন্তু তাঁকে দেখে প্র্যাকটিস দেখতে আসা সমর্থকরা যেন তেলেবেগুনে জ্বলে উঠলেন। রাঁচির স্ট্যান্ড থেকে একদল সমর্থক টিম ইন্ডিয়ার হেডস্যরের নামে স্লোগান দিতে থাকেন। গম্ভীরকে উদ্দেশ্য করে তাঁরা বলতে থাকেন, "কোচিং ছোড় দো।" গৌতি অবশ্য তাঁদের কথার পাত্তা দেননি।
এখানেই শেষ নয়, তাঁরা আরও বলেন, "দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে জিততে পারো না। ২০২৭ সালের বিশ্বকাপ ভুলে যাও।" ৬৬ বছরে প্রথমবার ৭ ম্যাচের মধ্যে পাঁচটি টেস্টে হেরেছে ভারত। ইডেনের টার্নিং পিচ হোক কিংবা গুয়াহাটির ‘স্পোর্টিং’ পিচ, সবেতেই ব্যর্থ গৌতম গম্ভীরের ভারত। পরপর ব্যর্থতার পর স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে হেডকোচ গম্ভীরের ভবিষ্যৎ।
গুয়াহাটি টেস্টের পর এ নিয়ে প্রশ্নও করা হয়েছিল গম্ভীরকে। তিনি অবশ্য মচকাতে নারাজ। সাফ বলে দিচ্ছেন, “এটা বিসিসিআইয়ের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।" বোর্ড সূত্রের খবর, গম্ভীরের উপর এখনই যে বোর্ড শুধু আস্থা হারাচ্ছে না তা-ই নয়। টিম ইন্ডিয়ার হেডকোচকে সবরকমভাবে সাহায্য করারও আশ্বাস দিচ্ছে বোর্ড। তবে রাঁচির দর্শকরা তাতে যে আশ্বস্ত হননি, তা শনিবার বোঝা গেল। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। তবে আপাতত চুনকামের সেই ক্ষত ভুলে রবিবার ওয়ানডে সিরিজে নেমে পড়তে হবে ভারতকে।
