shono
Advertisement
India team

আর্চারের মোকাবিলায় গোপন অস্ত্র! লর্ডসে ভারতের প্র্যাকটিসে হাজির মুম্বই ইন্ডিয়ান্স পেসার

লর্ডসে পিচে বেশি গতি এবং বাউন্স থাকতে পারে।
Published By: Anwesha AdhikaryPosted: 08:57 PM Jul 09, 2025Updated: 09:01 PM Jul 09, 2025

সন্দীপন বন্দ্যোপাধ্যায়, লন্ডন: লর্ডস টেস্টের আগের দিন ভারতীয় দলের নেটে চমক। দেখা গেল, অনুশীলনে নেমে পড়েছেন পেসার দীপক চাহার। আপাতত জাতীয় দলের বৃত্ত থেকে তিনি অনেকটাই দূরে। কিন্তু লর্ডসে জোফ্রা আর্চারদের বিরুদ্ধে প্রস্তুতি নিতে সেই চাহারের সুইংয়ের সামনেই নেমে পড়লেন শুভমান গিলরা।

Advertisement

আসলে এজবাস্টনে জশপ্রীত বুমরাহকে বাদ দিয়েও ভারতীয় পেস ব‌্যাটারি ইংল‌্যান্ড ব‌্যাটিংকে কাঁপিয়ে দিয়েছে। তবে একটা কথা ঠিক, লর্ডসের উইকেট পেসারদের অনেক বেশি সাহায‌্য করবে। সেটাই ভারতীয় পেসারদের আরও তাতিয়ে দিচ্ছে। লর্ডসে খেলতে নামবেন জোফ্রা আর্চারও। সেকথা মাথায় রেখেই হয়তো আরও বেশি পেস বৈচিত্র্যের বিরুদ্ধে খেলে নিজেদের তৈরি করতে চাইছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের স্বভাবসিদ্ধ সুইং সামলাতে যেন সমস্যা না হয়, সেজন্যই চাহারের বিরুদ্ধে প্রস্তুতি যশস্বী জয়সওয়ালদের।

অন্যদিকে, টেস্ট শুরুর দিনদুয়েক আগে দেখা গিয়েছিল সবুজে ঢাকা পিচ লর্ডসে। দূর থেকে দেখেও বোঝা গিয়েছে পিচে ঘাস রয়েছে। কিন্তু বুধবার প্রচুর ঘাস ছেঁটে ফেলা হয়েছে। লিডস কিংবা এজবাস্টনের মতো পাটা না হলেও কিছুটা ব্যাটিং সহায়ক হতে পারে পিচ। তবে ইংল্যান্ড যেহেতু আর্চারকে প্রথম একাদশে ফিরিয়েছে, তাতে অনুমান করা যেতে পারে পিচে বেশি গতি এবং বাউন্স থাকবে।

তবে এসব নিয়ে বেশি ভাবছে না ভারতীয় দল। ম্যাচের আগের দিন বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল সকলকে। জশপ্রীত বুমরা লর্ডসে ফিরছেন, সেটা শুভমান নিজেই পরিষ্কার করে দিয়েছেন। তবে একইসঙ্গে আরও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। লর্ডসের উইকেটে ভারতীয় দল কি দুই  স্পিনারে নামবে? কারও কারও মতে, ওয়াশিংটন সুন্দরের জায়গায় একজন বাড়তি ব‌্যাটার খেলানো হতে পারে। সাই সুদর্শন খেলতে পারেন। এছাড়া খেলানো হতে পারে ধ্রুব জুরেলকেও। বরং এজবাস্টনের মতো লর্ডসেও ভারত দুর্ধর্ষ একটা জয় তুলে নেওয়া নিয়ে প্রচণ্ড আত্মবিশ্বাসী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এজবাস্টনে জশপ্রীত বুমরাহকে বাদ দিয়েও ভারতীয় পেস ব‌্যাটারি ইংল‌্যান্ড ব‌্যাটিংকে কাঁপিয়ে দিয়েছে।
  • টেস্ট শুরুর দিনদুয়েক আগে দেখা গিয়েছিল সবুজে ঢাকা পিচ লর্ডসে। দূর থেকে দেখেও বোঝা গিয়েছে পিচে ঘাস রয়েছে।
  • এসব নিয়ে বেশি ভাবছে না ভারতীয় দল। ম্যাচের আগের দিন বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল সকলকে।
Advertisement