shono
Advertisement
Don Bradman

নিলামে ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন, উঠল রেকর্ড দামও, সংখ্যা জানলে চমকে যাবেন

এটা কোনও সাধারণ টুপি নয়। স্যর ডন ব্র্যাডম্যানের ঐতিহাসিক ‘ব্যাগি গ্রিন ক্যাপ’। নিলামে সেই টুপিটিই বিক্রি হল কোটি টাকা দামে। যা কিনেছেন অজ্ঞাতনামা এক ব্যক্তি।
Published By: Prasenjit DuttaPosted: 06:20 PM Jan 28, 2026Updated: 06:54 PM Jan 28, 2026

একটা টুপির দাম কিনা ৪ কোটি ২২ লক্ষ টাকার বেশি! অবশ্য এটা কোনও সাধারণ টুপি নয়। স্যর ডন ব্র্যাডম্যানের ঐতিহাসিক ‘ব্যাগি গ্রিন ক্যাপ’। নিলামে সেই টুপিটিই বিক্রি হল কোটি টাকা দামে। যা কিনেছেন অজ্ঞাতনামা এক ব্যক্তি। 

Advertisement

১৯৪৭-৪৮ মরশুমে নিজের শেষ টেস্ট সিরিজে ভারতের বিরুদ্ধে পরেছিলেন ব্র্যাডম্যান। ওই সিরিজে ৬ ইনিংসে তিনি করেন ৭১৫ রান। এর মধ্যে ছিল তিনটি শতরান এবং একটি ডবল সেঞ্চুরিও। তাছাড়া সেটাই ছিল স্বাধীন ভারতের প্রথম অস্ট্রেলিয়া সফর। ফলে পুরো সিরিজ ঐতিহাসিক হয়ে রয়েছে। যা তিনি উপহার দিয়েছিলেন ভারতের ওপেনিং বোলার রাঙ্গা সোহনিকে। তাঁর পরিবার দীর্ঘদিন এই ক্যাপ সংরক্ষিত রেখেছিল। ক্যাপটি জনসমক্ষে কখনও প্রদর্শিত হয়নি।

সম্প্রতি ঐতিহাসিক ক্যাপটি কুইন্সল্যান্ডের লয়েডস অকশনসে তোলা হয়। প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা লি হেমস বলেন, "৭৫ বছর ধরে এই ক্যাপ লুকিয়ে রাখা হয়েছিল। তিন প্রজন্ম ধরে ছিল তালাবদ্ধ অবস্থায়। ১৬ বছর বয়সে পৌঁছনোর পর মাত্র পাঁচ মিনিটের জন্য এটা দেখার অনুমতি পেতেন।" ক্যাপটির ভেতরে 'ডিজি ব্র্যাডম্যান' এবং 'এস ডব্লিউ সোহনি' নাম খোদাই করা। আর ক্রেস্টের নিচে '১৯৪৭-৪৮' সালটি সূচীকর্মে লেখা। যা ব্র্যাডমানের ১১টি ক্যাপের অন্যতম। তৎকালীন সময় একেকজন ক্রিকেটার আলাদা আলাদা ক্যাপ ব্যবহার করতেন।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালেও ব্র্যাডম্যানের অভিষেক সিরিজের ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে উঠেছিল। সেটাও বর্তমান মূল্যে ২ কোটি টাকার বেশি দামে বিক্রি হয়। শেন ওয়ার্নের ব্যাগি গ্রিন ক্যাপও নিলামে উঠেছিল ২০২০ সালে। কিংবদন্তি অজি স্পিনারের টুপি সাড়ে ছয় লক্ষ ডলারে বিক্রি হয়েছিল। অস্ট্রেলিয়ান রেড ক্রসের দাবানল তহবিলে দেওয়া হয়েছিল ওই অর্থ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement