shono
Advertisement
Arijit Singh

অরিজিৎ সিং 'অবসর' নিতেই ভাইরাল কোহলির পুরনো পোস্ট, ট্রেন্ডিং ধোনিও

অরিজিৎ অবসর নেওয়ার পর সোশাল মিডিয়ায় আচমকা ভাইরাল হয়েছে বিরাট কোহলির পুরনো একটি পোস্ট।
Published By: Subhajit MandalPosted: 05:22 PM Jan 28, 2026Updated: 05:22 PM Jan 28, 2026

মাত্র ৩৮ বছর বয়সে সিনেমার গান গাওয়া থেকে অবসর ঘোষণা করেছেন এই মুহূর্তে দেশের অন্যতম সেরা এবং জনপ্রিয়তম গায়ক অরিজিৎ সিং। এমনিতে সঙ্গীতের জগতের লোক অরিজিতের খেলার মাঠের সঙ্গে সরসরি যোগাযোগ ছিল না। কিন্তু তাঁর এই অবসরে খানিক আলোড়ন পড়েছে ক্রিকেট মহলেও। কারণ মাঠের লোকেদের সঙ্গে অরিজিতের সম্পর্ক।

Advertisement

অরিজিৎ অবসর নেওয়ার পর সোশাল মিডিয়ায় আচমকা ভাইরাল হয়েছে বিরাট কোহলির পুরনো একটি পোস্ট। আসলে বিরাট এবং অরিজিৎ একে অপরকে সম্মান করেন। বলা ভালো দু'জনই দুজনের বড় ভক্ত। ২০১৬ সালে সোশাল মিডিয়ায় বিরাট কোহলি নিজেই অরিজিতের প্রতি তাঁর সম্মানের কথা জানান। বিরাট বলে দেন, "আমি সম্ভবত অরিজিতের সবচেয়ে বড় ভক্ত। ওঁর প্রতিভা এবং কন্ঠস্বরে আমি মুগ্ধ। আসলে ওকে বর্ণনা করার ভাষা নেই।" সেই শেষ নয়। ২০১৭ সালে ফের প্রিয় গায়ককে নিয়ে একই ধরনের পোস্ট করেন কোহলি। এবার তিনি অরিজিতের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন 'এটা খাঁটি ফ্যানবয় মোমেন্ট।' অরিজিতের 'অবসর' ঘোষণার পর কোহলির পুরনো সেই পোস্টগুলি ভাইরাল হচ্ছে।

কোহলির পুরনো পোস্ট।

 

এই শ্রদ্ধা বা ভালোবাসা অবশ্য একপাক্ষিক নয়। অরিজিৎ নিজেও কোহলির বিরাট ভক্ত। ২০২৩ বিশ্বকাপ ফাইনালের আগে পারফর্ম করেন দেশের অন্যতম সেরা গায়ক। সেখানে মঞ্চ থেকেই প্রকাশ্যে তিনি বলে দেন,'আই লাভ ইউ বিরাট।'

অরিজিৎ অবশ্য মহেন্দ্র সিং ধোনিরও ভক্ত। ২০২৩ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানেই অরিজিত পারফর্ম করেন। সেই ম্যাচটা ছিল চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স। সেদিন মাঠে 'কেশরিয়া', 'তুম হি হো'র সুরে সেদিন মাঠ মাতান অরিজিত। তবে ওই ম্যাচের একটি মুহূর্ত সোশাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হচ্ছে। সেদিন ধোনিকে কাছে পেয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন অরিজিৎ। ক্রিকেট মাঠের সঙ্গে গায়কের এই সখ্য অরিজিতের অবসরের দিন মনে করছে ক্রিকেটবিশ্ব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement