shono
Advertisement
T20 World Cup

বিশ্বকাপের প্রস্তুতি খেলবে ভারতের দু'টি দল! কবে কোন প্রতিপক্ষের বিরুদ্ধে নামছে মেন ইন ব্লু?

প্রায় তিন বছর ধরে টি-২০তে অপ্রতিরোধ্য ভারত। ২০২৩ সালের আগস্ট মাসে শেষবার টি-২০ সিরিজ হেরেছিল মেন ইন ব্লু।
Published By: Anwesha AdhikaryPosted: 04:39 PM Jan 28, 2026Updated: 04:41 PM Jan 28, 2026

টি-২০ বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি। তবে তার আগেই ২২ গজের যুদ্ধে নামতে চলেছে গতবারের দুই ফাইনালিস্ট। সেটাও বিশ্বকাপের মধ্যেই। ২০২৪ সালের বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। আবারও সেই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চলেছেন ক্রিকেটপ্রেমীরা।

Advertisement

বিশ্বকাপের ম্যাচ নয়, আসলে ওয়ার্ম আপ ম্যাচে খেলবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। মেগা টুর্নামেন্টে নামার আগে একটাই প্রস্তুতি ম্যাচ খেলবেন সূর্যকুমার যাদবরা। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতেছে ভারত। ব্যাটে-বলে যথেষ্ট দাপট দেখিয়েছেন অভিষেক শর্মা- জশপ্রীত বুমরাহরা। সেই ফর্মই প্রস্তুতি ম্যাচে ধরে রাখতে চাইবে মেন ইন ব্লু। আগামী ৪ ফেব্রুয়ারি এই প্রস্তুতি ম্যাচ খেলা হবে নভি মুম্বইয়ের মাঠে।

মজার ব্যাপার, প্রস্তুতি পর্বে ভারতের দু'টি দল খেলবে। একটা সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন সিনিয়র দল। অন্যটা ভার‍ত 'এ' দল, যেখানে আয়ুষ বাদোনি-প্রিয়াংশ আর্যর মতো তরুণ মুখকে সুযোগ দেওয়া হয়েছে। প্রস্তুতি পর্বে আমেরিকা এবং নামিবিয়ার বিরুদ্ধে খেলবে ভারত 'এ' দল। অন্যদিকে, শেষ মুহূর্তে বিশ্বকাপে সুযোগ পাওয়া স্কটল্যান্ডের জন্য বরাদ্দ করা হয়েছে দু'টি প্রস্তুতি ম্যাচ। আফগানিস্তান এবং নামিবিয়ার বিরুদ্ধে খেলবে স্কটরা। বিশ্বকাপের আগে আলাদা করে প্রস্তুতি ম্যাচ খেলবে না ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। সবমিলিয়ে ১৫টি প্রস্তুতি ম্যাচ খেলা হবে বিশ্বকাপের আগে।

মজার ব্যাপার, প্রস্তুতি পর্বে ভারতের দু'টি দল খেলবে। একটা সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন সিনিয়র দল। অন্যটা ভার‍ত 'এ' দল, যেখানে আয়ুষ বাদোনি-প্রিয়াংশ আর্যর মতো তরুণ মুখকে সুযোগ দেওয়া হয়েছে।

প্রায় তিন বছর ধরে টি-২০তে অপ্রতিরোধ্য ভারত। ২০২৩ সালের আগস্ট মাসে শেষবার টি-২০ সিরিজ হেরেছিল মেন ইন ব্লু। তারপর ঘরে এসেছে বিশ্বকাপ। মার্কিন মুলুকে আয়োজিত টি-২০ বিশ্বকাপে মেন ইন ব্লু একটাও ম্যাচ হারেনি। এবার মেগা টুর্নামেন্টের ঠিক আগেই নিউজিল্যান্ডকে একেবারে দুরমুশ করেছেন অভিষেক শর্মারা। এই দুরন্ত ছন্দে থাকা ভারতীয় দলকেই ট্রফি জয়ের অন্যতম দাবিদার হিসাবে ধরছে ক্রিকেটমহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement