আসন্ন টি-২০ বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছেন পাক বোর্ডের প্রধান মহসিন নকভি। সেই নিয়ে পাক ক্রিকেটমহলে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। বিশ্বকাপে না খেললে পাকিস্তান বড়সড় শাস্তিও পেতে পারে। তবে ডামাডোলের মধ্যেই বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত কটাক্ষ ছুড়ে দিলেন পড়শিদের। স্পষ্ট জানিয়ে দিলেন, ভারতীয় দল তো পাকিস্তানকে একেবারে গুঁড়িয়ে দেবে। তাই পাক ব্রিগেডের বিশ্বকাপ খেলতে আসার দরকার নেই।
গতবারের চ্যাম্পিয়ন ভারত এবার দেশের মাটিতে বিশ্বকাপ জেতার প্রবল দাবিদার। মেগা টুর্নামেন্টের আগেই নিউজিল্যান্ডকেও গোহারা হারিয়েছেন সূর্যকুমার যাদবরা। ভারতীয় দলের দাপট দেখে অভিভূত সুনীল গাভাসকর-সহ অন্যান্য প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা। শ্রীকান্তও মুগ্ধ অভিষেক শর্মাদের ঝোড়ো পারফরম্যান্স দেখে। সেই নিয়েই নিজের ইউটিউব চ্যানেলে মুখ খুলেছেন চিকা। তাঁর কথায়, "আগের ম্যাচে ১৫ ওভারে ২০৯ রান তুলেছিল ভারত। তার পরের ম্যাচে ১০ ওভারে ১৫০। মনে হয় সেটা দেখেই ভয় পেয়ে অনেক দল বলছে তারা বিশ্বকাপে খেলতে আসবে না।"
পাকিস্তানকে কটাক্ষ করে শ্রীকান্ত বলেন, "শোনো পাকিস্তান, তোমরা খেলতে এসো না। তোমাদের মহসিন নকভি তো এটা নিয়ে কথা বলছেই। তাই বলছি, এসো না। একেবারে দুরমুশ হয়ে যাবে। কলম্বোতে একটা ছয় মারলে সেটা চেন্নাইয়ে এসে পড়বে। তাই বলছি, বিশ্বকাপ থেকে দূরে থাকাটাই তোমাদের জন্য সবচেয়ে ভালো। একটা কিছু বাহানা বের করো, বিশ্বকাপ থেকে সরে দাঁড়াও।" ১৯৮৩র বিশ্বজয়ীর কথায়, টি-২০ ক্রিকেটে ভারত যেভাবে ঝোড়ো ব্যাটিং করছে সেরকম পারফরম্যান্স তিনি কখনও দেখেননি।
আইসিসি ইতিমধ্যেই একপ্রকার হুমকি দিয়েছে বিশ্বকাপে না এলে চরম মূল্য দিতে হবে পাকিস্তানকে। মোটা আর্থিক জরিমানা, নির্বাসন, সম্প্রচার সত্ত্ব, স্পনসরশিপ বাতিল, পিএসএলে অনিশ্চয়তা এমন হাজারো সমস্যায় পড়তে হবে পাক দলকে। তবে বিশ্বকাপ খেলা নিয়ে পাকিস্তান এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন নকভি। আগামী শুক্রবার বা সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে পাক বোর্ড। এহেন পরিস্থিতিতে পড়শিদের অভিনব কটাক্ষ ছুঁড়লেন চিকা।
