shono
Advertisement
Suryakumar Yadav

বিশ্বকাপের আগেই বিরাট সুখবর পেলেন ভারত অধিনায়ক সূর্য, স্বস্তিতে টিম ইন্ডিয়ার 'ফার্স্ট বয়'রাও

হাতে আর মাত্র দুটি ম্যাচ। তারপরই টি-২০ বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দেবে ভারতীয় ক্রিকেট দল।
Published By: Subhajit MandalPosted: 06:01 PM Jan 28, 2026Updated: 06:02 PM Jan 28, 2026

হাতে আর মাত্র দুটি ম্যাচ। তারপরই টি-২০ বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দেবে ভারতীয় ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেললেও প্রতিযোগিতামূলক ম্যাচ আর দুটিই। তারপরই ঘরের মাটিতে বহু প্রতীক্ষিত বিশ্বকাপ। সেই বিশ্বকপের আগে বিরাট সুখবর পেলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। আইসিসি ক্রমতালিকায় একলাফে পাঁচ ধাপ উঠলেন তিনি।

Advertisement

এমনিতে নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতের সবচেয়ে বড় চিন্তার কারণ ছিল অধিনায়ক সূর্যর ফর্ম। সেই চিন্তা তিনি এই সিরিজে অনেকাংশে দূর করে দিয়েছেন। চলতি সিরিজে ভারত অধিনায়ক নিজের সেরা ছন্দে। তিন ম্যাচে তাঁর সংগ্রহ ৩২, ৮২ এবং ৫৭। এর মধ্যে শেষ দুই ইনিংসে স্ট্রাইক রেট ২০০-র বেশি। পরপর তিন ম্যাচের এই অনবদ্য পারফরম্যান্সে সূর্য একলাফে পাঁচ ধাপ উঠে এলেন আইসিসি ক্রমতালিকায়। এই মুহূর্তে ভারত অধিনায়ক পঞ্চম স্থানে।

বস্তুত সূর্য দীর্ঘদিন টি-২০ ফরম্যাটে শাসন করেছেন, শীর্ষস্থানে থেকেছেন। কিন্তু গত কয়েক মাসের খারাপ ফর্মের জন্য নেমে যান ১০ নম্বরে। পর পর ৩ ইনিংসে ভালো খেলে সেখান থেকেই বিরাট লাফ দিলেন তিনি। অবশ্য সূর্যর থেকে উপরে ভারতের আরও দুই তারকা রয়েছেন। একজন অবশ্যই ফার্স্ট বয় অভিষেক শর্মা। তাঁর ধারেকাছে কেউ নেই। তাঁর রেটিং পয়েন্ট ৯২৯। দ্বিতীয় স্থানে থাকা ফিল সল্টের থেকে ৯০ রেটিং পয়েন্টে এগিয়ে তিনি। তৃতীয় স্থানেও রয়েছেন এক ভারতীয়। তিনি তিলক বর্মা। দীর্ঘদিন চোটের জন্য বাইরে থাকলেও তিলককে তৃতীয়স্থানে অনড়। তাঁর রেটিং পয়েন্ট ৭৮১। এর বাইরে আর কোনও ভারতীয় প্রথম দশে নেই। তবে শিবম দুবে (৬৪ থেকে ৫৮) এবং রিঙ্কু সিং (৮১ থেকে ৬৮) অনেকটা এগিয়েছেন।

বোলারদের মধ্যে এখনও ফার্স্ট বয় বরুণ চক্রবর্তী। তবে আফগান স্পিনার রশিদ খান তাঁর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। বরুণের রেটিং পয়েন্ট ৭৮৭ এবং রশিদের ৭৩৭। ভারতীয় বোলারদের মধ্যে বুমরাহ রয়েছেন ১৩তম স্থানে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement