ভারত টি-২০ বিশ্বকাপ না জিতলেই কি চাকরি যাবে কোচ গম্ভীরের? নতুন করে সেই গুঞ্জন গতি পাওয়া শুরু করছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত ওয়ানডে সিরিজ হারের পর। মনোজ তিওয়ারিদের মতো প্রাক্তন ক্রিকেটাররা সরাসরি বলা শুরু করেছেন, ঘরের মাঠে বিশ্বকাপ না জিতলে গম্ভীরকে বরখাস্ত করা উচিত। সোশাল মিডিয়াতেও লেখালেখি হচ্ছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিসিসিআইও সরাসরি সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিসিসিআই দেবজিৎ সাইকিয়া গম্ভীরের চাকরি যাওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন। বোর্ড সচিব বলছেন, "প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আমাদের একটি ক্রিকেট কমিটি রয়েছে। তাঁরাই সিদ্ধান্ত নেন। দল নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচক কমিটিও রয়েছে। তাঁরাও যোগ্যতা প্রমাণ করে এই দায়িত্ব পেয়েছেন। এসব বিষয়ে তাঁরাই আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। আমি এসব নিয়ে বলার কেউ নই। তাড়াহুড়োর কোনও কারণ নেই।"
বোর্ড সচিব বলছেন, "প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আমাদের একটি ক্রিকেট কমিটি রয়েছে। তাঁরাই সিদ্ধান্ত নেন। দল নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচক কমিটিও রয়েছে। তাঁরাও যোগ্যতা প্রমাণ করে এই দায়িত্ব পেয়েছেন। এসব বিষয়ে তাঁরাই আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।"
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পরও খোলাখুলি কোচ গৌতম গম্ভীরের পাশে দাঁড়িয়েছিল বিসিসিআই। বোর্ড সূত্রে জানানো হয়েছিল, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি আছে। ততদিন টিম ইন্ডিয়ার হেড কোচ পদে গম্ভীর থাকবেন। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে হারার পর পরিস্থিতি কিছুটা হলেও বদলেছে, সেটা বোর্ড সচিবের কথা থেকেই স্পষ্ট। গম্ভীরের চাকরি যাওয়ার জল্পনা পুরোপুরি খারিজ করলেন না তিনি। বরং বল ঠেললেন ক্রিকেট কমিটির কোর্টে। এই মুহূর্তে সেই কমিটিতে রয়েছেন অশোক মালহোত্রা, জতীন পরাঞ্জাপে এবং সুলক্ষণা নায়েক। বোর্ড সচিব এই কমিটির কোর্টেই বল ঠেলেছেন।
আসলে গম্ভীর জমানায় একের পর এক লজ্জার নজির গড়েছে টিম ইন্ডিয়া। ভারতের টেস্টের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়। দেশের মাটিতে দু’বার চুনকাম। ৬৬ বছর পর ভারত দেশের মাঠে সাতটা টেস্টের মধ্যে পাঁচটা টেস্টে হার। ২৫ বছর পর দুটি মরশুম মিলিয়ে ভারত পাঁচটি টেস্টে হার। শ্রীলঙ্কায় গিয়ে ওয়ানডে সিরিজে হার। প্রথমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে ঘরের মাঠে সিরিজ হার। এ হেন পরিস্থিতিতে কোচ গম্ভীরকে যে সমালোচিত হতে হচ্ছে সেটা ভালোই জানেন বোর্ড সচিব। তবে সেই সমালোচনা শুনে যে বিসিসিআই সিদ্ধান্ত নেবে না সেটা স্পষ্ট করে দিয়েছেন দেবজিৎ সাইকিয়া। তিনি বলছেন, "১৪০ কোটি লোকের দেশ ভারত। এখানে সবার মতামত আছে। সবাই বিশেষজ্ঞ। গণতান্ত্রিক দেশে তো কারও মুখ বন্ধ করতে পারি না। প্রাক্তনরাও নিজেদের মতামত দিচ্ছেন।" তবে বোর্ড সচিব জানিয়ে দিয়েছেন, যা সিদ্ধান্ত হবে বোর্ডের অন্দরে আলোচনা করেই।
