shono
Advertisement
ICC

নতুন অজুহাত! বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে আইসিসি-কে কাঠগড়ায় তুলল বাংলাদেশ

বাংলাদেশের তিন হাত। ডানহাত, বামহাত, অজুহাত। মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারতে এসে বিশ্বকাপ খেলতে রাজি হয়নি তারা। দীর্ঘ টালবাহানা, বিতর্ক, অজুহাতের পর শেষ পর্যন্ত টি-২০ বিশ্বকাপ থেকে ছাঁটাই হয়েছে পদ্মাপারের দেশ।
Published By: Prasenjit DuttaPosted: 09:03 PM Jan 28, 2026Updated: 09:03 PM Jan 28, 2026

বাংলাদেশের তিন হাত। ডানহাত, বামহাত, অজুহাত। মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারতে এসে বিশ্বকাপ খেলতে রাজি হয়নি তারা। দীর্ঘ টালবাহানা, বিতর্ক, অজুহাতের পর শেষ পর্যন্ত টি-২০ বিশ্বকাপ থেকে ছাঁটাই হয়েছে পদ্মাপারের দেশ। অর্থাৎ ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে হতে চলা মেগা টুর্নামেন্টে লিটন দাসদের এবার আর দেখা যাবে না। এরপরেও তাদের স্বভাব বদলায়নি। আবারও আইসিসি'র বিরুদ্ধে অভিযোগ এনেছে বাংলাদেশ।

Advertisement

এবার তাদের অস্ত্র অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। যে টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশের যুব দল। এরপরেই তারা বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার বিরুদ্ধে অভিযোগের ডালি খুলে বসেছে বাংলাদেশ। সেমিফাইনালে উঠতে না পেরে আত্মসমীক্ষায় না গিয়ে বাংলাদেশের গেম ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হাবিবুল বাশার অভিযোগ করেন, আইসিসি তাদের জন্য ব্যস্ত ক্রীড়াসূচি তৈরি করেছিল। যার প্রভাব দলের উপর পড়েছে।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাশার বলেন, "হঠাৎ করে সূচি বদলে দেওয়া হয়েছিল। আমাদের এ ব্যাপারে কোনও রকম বার্তা দেওয়া হয়নি। প্রতিযোগিতা শুরুর অনেক আগে থেকেই আমাদের তরফে দীর্ঘ যাত্রার কথা জানানো হয়েছিল। অনুশীলন ম্যাচে স্থান পরিবর্তনের কথাও জানানো হয়। এতে আমরা দীর্ঘ যাতায়াতের সমস্যাটা এড়াতে পারতাম। আইসিসি তাতে কর্ণপাত করেনি। একবার প্রতিযোগিতা শুরু হয়ে গেলে তো আর এগুলো বদল করা যায় না।"

তাঁর মতে, "এমন সূচি আমাদের জন্য একেবারে অন্যায্য ছিল। প্রথমে বলা হল আমাদের অনুশীলন ম্যাচ মাসভিঙ্গোতে হবে। আর চার ঘণ্টা জার্নি করে বুলাওয়েতে গ্রুপ পর্বের ম্যাচ খেলব। পরে আচমকাই আইসিসি সেই সূচি বদলে দেয়। ফলে আমাদের বিভিন্ন ভেন্যুতে গিয়ে ম্যাচ খেলতে হয়।" অন্য দলগুলি এমন সমস্যার মুখোমুখি হয়নি বলেও জানিয়েছেন বাশার। উল্লেখ্য, ভারত তাদের সব ম্যাচ বুলাওয়ায় খেলেছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement