shono
Advertisement
Eden Gardens

ইডেনে বাড়ছে দর্শকাসন, শহরবাসীকে সৌরভের উপহার 'স্কাইডেক'

কবে 'নতুন' ইডেন উপহার পেতে চলেছে শহরবাসী?
Published By: Anwesha AdhikaryPosted: 04:15 PM Dec 13, 2025Updated: 04:15 PM Dec 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দর্শক আসন বাড়ছে ইডেনে। আরও আধুনিক হচ্ছে ড্রেসিংরুম। সবচেয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে বেশ কয়েকটা বিশেষ বক্স। পুরোটাই হচ্ছে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিকল্পনামাফিক। সামনের বছর দেশের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারপর আইপিএল। ঠিক তারপরই শুরু হয়ে ইডেন সংস্কারের কাজ। একেবারে নতুনভাবে তৈরি হবে স্টেডিয়াম।

Advertisement

বর্তমানে ইডেনে দর্শকাসন ৬৬ হাজার। ঠিক হয়েছে সেই সংখ্যাটা আরও অনেক বাড়ানো হবে। যা পরিকল্পনা, তাতে নতুন ইডেনে দর্শক আসন হতে চলেছে ৮৫ হাজার। একটা গ্যালারি পুরো ভেঙে সংস্কার করা হবে। ড্রেসিংরুমের আরও আধুনিকীকরণ হবে। এটাও শোনা যাচ্ছে, ড্রেসিংরুমের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। বেশ কয়েক বছর ধরেই সৌরভের ইডেন সংস্কারের পরিকল্পনা ছিল। আগামী আইপিএলের পর তার কাজ শুরু হবে।

যে সংস্কার কার্যে বিশেষ আকর্ষণ অবশ্যই হতে পারে স্কাইডেক। অর্থাৎ স্টেডিয়ামের অনেকটা উঁচুতে বিশেষ বক্স তৈরি হবে। যেখানে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। বিদেশের অনেক মাঠেই এই ব্যবস্থা রয়েছে। সিএবির এক কর্তার কথায়, “সব কিছু নিয়ে আলোচনা চলছে। আগামী কিছু দিনের মধ্যে হয়তো চূড়ান্ত হয়ে যাবে পুরো ব্যাপারটা। একটা গ্যালারি পুরো নতুনভাবে তৈরি হবে। দর্শকদের বসার জন্য সিটও বাড়বে। স্কাইডেক করারও ভাবনাচিন্তা চলছে।" সবমিলিয়ে বছর দু'য়েকের মধ্যেই শহরবাসী 'নতুন' ইডেন উপহার পেতে চলেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সামনের বছর দেশের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারপর আইপিএল। ঠিক তারপরই শুরু হয়ে ইডেন সংস্কারের কাজ।
  • বর্তমানে ইডেনে দর্শকাসন ৬৬ হাজার। ঠিক হয়েছে সেই সংখ্যাটা আরও অনেক বাড়ানো হবে।
  • স্টেডিয়ামের অনেকটা উঁচুতে বিশেষ বক্স তৈরি হবে। যেখানে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা।
Advertisement