সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরে এমনিতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নেমে গিয়েছিল ভারত। এবার টিম ইন্ডিয়ার চাপ বাড়াল নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে কিউয়িরা। আর তাতে ডব্লিউটিসি ক্রমতালিকার আরও পতন ঘটেছে শুভমানদের।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তিন নম্বরে টম ল্যাথামের দল। এই প্রথম পাঁচের বাইরে চলে গিয়েছে ভারত। ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে আরও পিছিয়ে পড়ল টিম ইন্ডিয়া। ইডেনে হেরে চার নম্বরে নেমে গিয়েছিল গম্ভীর বাহিনী। আর এবার গুয়াহাটিতে রেকর্ড ব্যবধানে হারের ‘সৌজন্যে’ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে নেমে গিয়েছিল ভারত। আর নিউজিল্যান্ড জেতার পর ছ'নম্বরে নেমে গিয়েছে গম্ভীরের ভারত।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। এর মধ্যে ৪ টেস্টে জয় পেলেও চারটিতে হেরে গিয়েছে ভারত। গম্ভীরের দলের পয়েন্টের শতাংশের হার ৫৪.১৭ থেকে নেমে ৪৮.১৫ শতাংশে নেমে গিয়েছে। অন্যদিকে, পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। পাঁচ টেস্টে পাঁচটিতেই জিতেছে তারা। অজি দলের শতাংশের হার ১০০। ইডেনে ভারতকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল দক্ষিণ আফ্রিকা। কলকাতা টেস্টের পর গত বারের টেস্ট বিশ্বচ্যাম্পিয়নদের শতাংশের হার ছিল ৬৬.৬৭ শতাংশ। আর গুয়াহাটিতে বিশাল ব্যবধানে জিতে টেম্বা বাভুমার দলের পয়েন্টের শতাংশের হার ৭৫-এ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলের ৪ টেস্টে ৩টি জয় পেয়েছে প্রোটিয়ারা।
চতুর্থ স্থানে শ্রীলঙ্কা। তারা দু’টি টেস্টে একটিতে জিতেছে এবং একটিতে ড্র করেছে। লঙ্কান বাহিনীর পয়েন্টের শতাংশ ৬৬.৬৭। পাঁচে পাকিস্তান। তাদের শতাংশের হার ৫০। ভারতের পর রয়েছে ইংল্যান্ড এবং বাংলাদেশ। তাদের শতাংশের হার ৩০.৯৫ এবং ১৬.৬৭। সাত টেস্টের ছ'টি হার একটি ড্রয়ের পর নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজ।
