সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০ জুন থেকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত-ইংল্যান্ড। এই সিরিজে অধিনায়ক হিসেবে অভিষেক হতে চলেছে শুভমান গিলের। অধিনায়ক হিসেবে প্রথম টেস্টে কাদের মোকাবিলা করতে হবে শুভমানের ভারতকে? জানা গেল এদিন। বৃহস্পতিবার টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে ইসিবি। প্রত্যাশিতভাবেই ইংল্যান্ডের নেতৃত্বে থাকবেন বেন স্টোকস। তবে, চমকও রয়েছে তাদের দলে। প্রথম টেস্টের জন্য দলে নেওয়া হয়েছে জেমি ওভারটনকে। প্রত্যাবর্তন ঘটেছে জেকব বেথেলের।
ওভারটন ইংল্যান্ডের ওয়ানডে দলের নিয়মিত সদস্য। এখনও পর্যন্ত একটিই মাত্র টেস্ট খেলেছেন। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হয়েছিল। প্রথম ম্যাচে নিজের জাত চিনিয়েছিলেন তিনি। করেছিলেন ৯৭ রান। পেয়েছিলেন ২ উইকেটও। তবে প্রথম টেস্টে আদৌ তিনি খেলতে পারবেন কিনা, সে ব্যাপারে নিশ্চয়তা নেই। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে'তে আঙুল ভাঙেন। সেই কারণে হেডিংলিতে তিনি খেলবেন কিনা, এখনও জানা যায়নি। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়েছে, ৩১ বছর বয়সি এই ক্রিকেটারকে নিয়মিত পর্যবেক্ষণে রাখবে ইংক্যান্ডের মেডিক্যাল টিম।
অন্যদিকে, ওভারটনের সারে সতীর্থ গাস অ্যাটকিনসনও ফিট নন। গত মাসে জিম্বাবোয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে হ্যামস্ট্রিংয়ে আঘাত পেয়েছিলেন তিনি। তবে, পেসার ক্রিস ওকস এবং ব্রাইডন কার্সকে দলে সুযোগ দেওয়া হয়েছে। তাঁরা দু'জনেই চোটের সমস্যায় মরশুমের প্রথম দিকে খেলতে পারেননি।
অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ট্রফি জয়ের পর ইংল্যান্ড শিবিরে যোগ দিতে চলেছেন বেথেল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেকে নজর কেড়েছিলেন তিনি। ২১ বছর বয়সি এই ক্রিকেটার তিন নম্বরে নেমে তিনটি অর্ধশতক করেছিলেন। গড় ছিল ৫২। ক্রিকেট মহল মনে করছে, ইংল্যান্ড দলের তুরুপের তাস হতে পারেন তিনি।
ইংল্যান্ড দল:
বেন স্টোকস (অধিনায়ক), শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, জেমি ওভারটন, অলি পপ, জো রুট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জোশ টং, ক্রিস ওকস
