এবারের দুর্গাপুজোটা (Durga Puja 2021) একটু অন্যরকম হতে চলেছে সৌরভের (Sourav Ganguly) কাছে। এই প্রথম পুজো, যেখানে সঙ্গে স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় আর মেয়ে সানা থাকছেন না। সানা ইংল্যান্ডে পড়াশোনা করছেন। ডোনা রয়েছেন সানার সঙ্গে। সৌরভ ঠিক করে ফেলেছেন পুজোর দিনগুলো পুরোপুরি বিশ্রামে কাটাবেন। মঙ্গলবার ইংল্যান্ড থেকে ফিরেছেন। বুধবার দুপুরে নিজের অফিসে বসে সংবাদ প্রতিদিন-কে একান্ত সাক্ষাৎকার দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। শুনলেন আলাপন সাহা।
প্রশ্ন: দুর্গাপুজোয় শহরে থাকছেন?
সৌরভ: হ্য়াঁ। তিনদিন থাকব। ১৪ অক্টোবর আবার আমিরশাহী চলে যাব। পরের দিন আইপিএল ফাইনাল। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের পর আবার ফিরব।
প্রশ্ন: পুজোয় এবার স্পেশাল কোনও প্ল্যান?
সৌরভ: না, সেরকম কোনও প্ল্যান নেই। তিনটে দিন পুরো বিশ্রাম নেব। আসলে এখন প্রচুর ট্রাভেল করতে হচ্ছে। অনেক কাজ। বিশ্রামের তেমন সময় পাচ্ছি না। তাই ঠিক করেছি তিনটে দিন পুরোপুরি বিশ্রাম। তারপরই আবার আমিরশাহী চলে যেতে হবে।
প্রশ্ন: এবারের পুজো প্রথম, যেখানে স্ত্রী আর মেয়ে থাকছে না।
সৌরভ: হ্যাঁ, ওরা দু’জনেই থাকছে না। কিন্তু কিছু করার নেই। সানা ইংল্যান্ডে পড়তে গিয়েছে।
[আরও পড়ুন:রাসেল কি খেলবেন? মরণ-বাঁচন ম্যাচের আগে একটাই চিন্তা নাইট শিবিরে]
প্রশ্ন: এবার একটু ক্রিকেটের প্রসঙ্গে আসছি। আইপিএল কেমন দেখছেন?
সৌরভ: খুব ভাল। দারুণ সব ম্যাচ হচ্ছে। সবচেয়ে বড় কথা স্টেডিয়ামে আবার দর্শকও ফিরছে। দারুণ ব্যাপার। ভারতে হলে আরও ভাল হত। কিন্তু এই পরিস্থিতিতে করার কিছু ছিল না। আশা করি সামনের বছর আবার আমরা দেশের মাঠে আইপিএল করতে পারব।
প্রশ্ন: আইপিএলের পরই আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রস্তুতি চলছে জোরকদমে?
সৌরভ: হ্যাঁ, প্রস্তুতি ভালই হচ্ছে। সবরকম প্রস্তুতি মোটামুটি হয়েই গিয়েছে। ইটস আ বিগ ইভেন্ট।
প্রশ্ন: আইসিসি জানিয়েছে গ্যালারিতে সত্তর শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে।
সৌরভ: হ্যাঁ। সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করতে হবে। তাই ফুলহাউসের অনুমতি দেওয়া হয়নি।
[আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের মূলপর্বের আগেই দুই শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ বিরাটদের]
প্রশ্ন: বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে আলাদা করে কিছু ভেবেছেন?
সৌরভ: না, আলাদা করে কোনও উদ্বোধনী অনুষ্ঠান এবার থাকছে না। নর্ম্যাল যা যা হওয়ার, এবার সে’সবই হবে।
প্রশ্ন: ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এখন থেকেই ভালরকম হাইপ উঠতে শুরু করেছে।
সৌরভ: ইটস আ বিগ ম্যাচ। ওই ম্যাচ নিয়ে উন্মাদনা বেশি থাকবে, সেটাই খুব স্বাভাবিক।
প্রশ্ন: ওই ম্যাচ নিয়ে আলাদা করে কোনও পরিকল্পনা? মানে পাঁচ বছর আগে ইডেন জাতীয় সংগীত গেয়েছিলেন অমিতাভ বচ্চন। এবার সেরকম কিছু?
সৌরভ: না, আলাদা করে কিছু করা হচ্ছে না। এবার স্পেশাল সেরকম কিছু থাকছে না।
প্রশ্ন: হার্দিক পাণ্ডিয়া, সূর্যকুমার যাদব, ঈশান কিষান নিয়ে কিন্তু এখন থেকেই কথা শুরু হয়ে গিয়েছে।
সৌরভ: ওদের নিয়ে আবার কেন কথা হচ্ছে।
প্রশ্ন: বলাবলি চলছে আইপিএলে ওরা একেবারেই ফর্মে নেই। অনেকে আবার লিখতেও শুরু করে দিয়েছেন বিশ্বকাপ দলে পরিবর্তন দরকার।
সৌরভ: আমি জানি না কারা এসব বলছে। আর এত চিন্তার কী আছে? কয়েকটা ম্যাচে হয়তো রান করেনি। এটা হতেই পারে। সবাই সব ম্যাচে রান করবে সেটা তো হয় না। যে কোনও ক্রিকেটারের ক্ষেত্রেই এটা হতেই পারে। তাছাড়া দুটো টুর্নামেন্ট সম্পূর্ণ আলাদা। আইপিএলে কয়েকটা ম্যাচ রান করতে পারেনি, তার মানে এই নয় যে, বিশ্বকাপেও রান করতে পারবে না। প্রত্যেকে ভাল ক্রিকেটার। ঠিক পারফর্ম করবে। এই তো ঈষান কিষান রাজস্থানের বিরুদ্ধে ভাল ব্যাট করেছে। রানও তো করল। তাহলে এত আগে থেকে এত কথাবার্তার কী আছে, সেটাই বুঝতে পারছি না।
প্রশ্ন: ভারত শেষ আট বছরে আইসিসি ইভেন্ট জিততে পারেনি। এবার কী মনে হয়, সেই খরা কাটবে?
সৌরভ: ভারত যেখানে যে টুর্নামেন্টেই খেলতে নামুক না কেন, সবসময় ফেভারিট হয়েই নামে। আমাদের টিম যথেষ্ট ভাল। দারুণ সব ক্রিকেটার রয়েছে। ট্রফি জেতার ব্যাপারে আমি প্রচণ্ড আশাবাদী। তাছাড়া বিশ্বকাপের আগে সবাই আইপিএলে খেলছে, প্রস্তুতিই খুব ভাল হবে।
প্রশ্ন: এবার একটু বায়োপিক প্রসঙ্গে আসি। স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হয়ে গিয়েছে?
সৌরভ: না, এখনও হয়নি। তবে খুব তাড়াতাড়ি হবে। মাসখানেক পরই স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হবে।
প্রশ্ন: স্ক্রিপ্ট কে লিখছেন?
সৌরভ: পুরো স্ক্রিপ্টটা আমি নিজেই লিখব। তারপর সেটা ওদের কাছে পাঠিয়ে দেব।
প্রশ্ন: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক মানেই রোমাঞ্চে ভরপুর। কী কী থাকবে কিছু ঠিক করেছেন?
সৌরভ: না, এখনও সেরকম কিছু ভাবিনি। আগে স্ক্রিপ্ট লিখতে বসি। তারপর সব ঠিক করব। আসলে এখন প্রচণ্ড চাপের মধ্যে আছি। আইপিএল চলছে। তারপরই আবার বিশ্বকাপ শুরু হয়ে যাচ্ছে। বিশ্বকাপটা আগে শেষ হোক। তারপর স্ক্রিপ্ট তৈরির কাজ শুরু করব।
