সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চতুর্থ টেস্টের আগে ভারতীয় শিবিরে প্রশ্নটি আবার ঘুরপাক খাচ্ছে। জশপ্রীত বুমরাহ কি ম্যাঞ্চেস্টারে মাঠে নামবেন? তৃতীয় টেস্টে ২২ রানে পরাজয়ের পর সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। তাই বুমরাহকে নিয়ে চূড়ান্ত কৌতূহল রয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে। এই পরিস্থিতিতে প্রাক্তন ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকর মনে করেন ফিট না থাকলে খেলার দরকার নেই বুমরাহর।
কী বলেছেন ৮৩-র বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য বেঙ্গসরকর? তাঁর কথায়, "বোলাররা বেছে বেছে টেস্ট খেলুক, এমন ভাবনার পক্ষে আমি নই। ফিট থাকলে দেশের হয়ে সমস্ত ম্যাচ খেলা উচিত। বুমরাহ নিঃসন্দেহে বিশ্বমানের বোলার। একার হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা ওর রয়েছে। কিন্তু দলের সঙ্গে কোনও সফরে গেলে তো সমস্ত ম্যাচেই খেলতে হবে। ব্যক্তিগত পছন্দের উপর ভিত্তি করে বেছে বেছে ম্যাচ খেলার কোনও প্রশ্নই ওঠে না।"
ভারতের হয়ে ১১৬টি টেস্ট খেলা বেঙ্গসরকরের সংযোজন, "সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দেশের হয়ে টেস্ট খেলা। ফিট না থাকলে খেলার দরকার নেই। প্রথম টেস্টের পর সাত-আট দিন বিশ্রামও পেয়েছিল। তা সত্ত্বেও ওকে দ্বিতীয় টেস্টে মাঠে নামতে দেখা যায়নি। এটা মেনে নেওয়া যায় না।"
প্রসঙ্গত, স্কাই স্পোর্টসের এক প্রতিবেদন অনুসারে, জশপ্রীত বুমরাহ চতুর্থ টেস্টে খেলার জন্য প্রস্তুত। সিরিজ শুরুর আগে থেকেই নির্ধারিত ছিল, ওয়ার্কলোডের কারণে বুমরাহ ইংল্যান্ড সিরিজে তিনটি টেস্ট খেলবেন। বার্মিংহামে সিরিজের দ্বিতীয় টেস্ট তিনি খেলেননি। তাই জল্পনা ছিল, চতুর্থ টেস্টে তিনি হয়তো মাঠে নামবেন না। যদিও এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি পাওয়া যায়নি।
সিরিজ জুড়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন বুমরাহ। প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন। লর্ডস টেস্টে ফিরে প্রথম ইনিংসে পাঁচ উইকেট-সহ ৭ উইকেট পেয়েছিলেন তিনি। অর্থাৎ দু’টি টেস্টে তাঁর উইকেট সংখ্যা ১২টি। ম্যাঞ্চেস্টারে তিনি প্রথম এগারোয় থাকলে ভারতীয় দলের কাছে এর চেয়ে ভালো কিছু হয় না। জানা গিয়েছে, চতুর্থ টেস্টে তাঁকে খেলাতে চাইছে টিম ম্যানেজমেন্ট। এই পরিস্থিতিতে এবার ভেসে এল বেঙ্গসরকরের মন্তব্য। সেখানে বুমরাহকে উদ্দেশ্য করে ঘুরিয়ে তোপ দাগলেন বেঙ্গসরকর।
