আলাপন সাহা: আট বছর আগে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। সেই পাক টিমের অধিনায়ক ছিলেন সরফরাজ আহমেদ। রবিবার দুবাইয়ে ভারত-পাকিস্তান ক্রিকেট যুদ্ধে তিনি হাজির থাকলেন। ম্যাচ দেখলেন। এবং তার ফাঁকে সম্প্রীতির বার্তাও দিয়ে গেলেন। বাবর আজমকে নিয়ে নিজের মতামতও দিলেন।

প্রাক্তন পাকিস্তান অধিনায়ক বাবরকে সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে তাঁর নিজের দেশেই। বিশেষ করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনশোর উপর রান তাড়া করতে নেমে বাবর যেরকম মন্থর ব্যাটিং করেছেন, সেটা নিয়ে আরও বেশি চর্চা চলছে। তবে দুঃসময়ে বাবরের পাশেই দাঁড়িয়েছেন সরফরাজ।
প্রাক্তন পাকিস্তান অধিনায়ক বলছিলেন, "বাবর একটু আলদা ধরনের ক্রিকেটার। ইনিংস তৈরি করার জন্য ওকে সময় দিতে হবে। পাকিস্তানকে টিম কম্বিনেশন এমন করতে হবে, যাতে বাবর পুরো পঞ্চাশ ওভার খেলতে পারে। ঠিক যেটা ভারতীয় দলে বিরাট কোহলি করে। ইনিংসের প্রথম দিকে একটু সময় নেয় কোহলি। কিন্তু একবার সেট হয়ে গেলে, ম্যাচ নিয়ন্ত্রণ করতে শুরু করে। পাকিস্তান টিমেও ঠিক একই কাজ করে বাবর।"
কথায়-কথায় সরফরাজ নিজের একটা ইচ্ছের কথাও জানিয়ে গেলেন। তিনি চান, ভারতীয় টিম পাকিস্তান যাক। সেখানে গিয়ে সিরিজ খেলুক। বলছিলেন, "যদি একজন ক্রীড়াবিদ হিসেবে বলতে বলেন, তাহলে পাকিস্তানিদের একটাই ইচ্ছের কথা বলে দিই। পাকিস্তানের মানুষ ভারতীয় টিমকে পাকিস্তানে দেখতে চান। ২০০৪ সালের কথা আমার খুব ভালো মনে রয়েছে। আমি তখন বেশ ছোট। ভারতীয় দল পাকিস্তান সফরে এসেছিল। পাকিস্তানের লোকজন ভারতকে খুব ভালোবাসে। ভারতীয় ক্রিকেটারদের ভালোবাসে।"