সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের মাঝে ম্যাচ গড়াপেটা নিয়ে কড়া ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই ইতিমধ্যেই দুর্নীতি দমনে একাধিক পদক্ষেপ করেছে। এরই মধ্যে এবার মুম্বই টি-টোয়েন্টি লিগের একটি দলের মালিক গুরমিত সিং ভামরার বিরুদ্ধে বড়সড় সিদ্ধান্ত নিল ভারতীয় বোর্ড। ম্যাচ গড়াপেটার অভিযোগে নির্বাসিত করা হয়েছে তাঁকে।
বিসিসিআইয়ের ন্যায়পাল অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণ মিশ্র এই ঘটনার তদন্ত করেছেন। অভিযোগ, ২০১৯ সালে মুম্বই টি-টোয়েন্টি লিগে ধবল কুলকার্নি এবং ভাবিন ঠক্করকে ম্যাচ গড়াপেটার প্রলোভন দেখিয়েছিলেন গুরমিত। এর জন্য কঠোর শাস্তি দেওয়া হয়েছে তাঁকে। তিনি আর কখনও বিসিসিআইয়ের কোনও কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারবেন না।
মুম্বই টি-টোয়েন্টি লিগের বাইরেও তাঁর যোগ ছিল। জানা গিয়েছে, কানাডার জি টি-২০
টুর্নামেন্টেও যুক্ত ছিলেন গুরমিত। বর্তমানে এই লিগ বিলুপ্ত। করোনার কারণে মুম্বই টি-টোয়েন্টি লিগ বন্ধ হয়ে যাওয়ার পর ২৬ মে শুরু হতে চলেছে মুম্বই লিগ। তার আগেই সো-বো সুপারসনিক্স ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক গুরমিত সিংকে কড়া শাস্তির মুখে পড়তে হল।
ভামরাকে কতদিন নির্বাসিত করা হয়েছে, তা অবশ্য স্পষ্টভাবে জানা যায়নি। যদিও মনে করা হচ্ছে তাঁকে আজীবন নির্বাসিত করা হয়েছে। উল্লেখ্য, আইপিএল ফাইনালের পরের দিনই মুম্বই লিগ শুরু বলে ছাড় পাবেন না সিনিয়র ক্রিকেটাররা। তাঁদের এই প্রতিযোগিতায় ‘বাধ্যতামূলকভাবে’ খেলতে হবে। এই নির্দেশ দিয়েছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। অর্থাৎ সূর্যকুমার যাদব, অজিঙ্ক রাহানেদের ফের মাঠে নামতে দেখা যাবে।
