shono
Advertisement
Maharashtra Premier League

এক থ্রোয়ে ভাঙল দু'দিকের উইকেট, গদাই লস্করি চালে আউট ব্যাটার! ভিডিও দেখে তাজ্জব নেটপাড়া

এরকম ঘটনা কি আগে ঘটেছে?
Published By: Arpan DasPosted: 08:55 PM Jun 08, 2025Updated: 08:55 PM Jun 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাকে লক্ষ্য করে আউট করার চেষ্টা, আর আউট হলেন কে? অনেকটা ওই হিন্দি গানের মতো, 'কাহা পে নিগাঁ হে, কাহা পে নিশানা'। ঠিক সেরকমই ঘটল মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে। এক থ্রোয়ে দু'দিকের উইকেট ভাঙলেন উইকেটকিপার। তাতে যাকে আউট করার চেষ্টা করা হল, তিনি আউট না হলেও আরেক ব্যাটার প্যাভিলিয়নে ফিরলেন।

Advertisement

ঠিক কী ঘটল? মহারাষ্ট্র প্রিমিয়ার লিগের ষষ্ঠ ম্যাচ ছিল পুনেরি বাপ্পা বনাম রায়গড় রয়্যালসের। ঘটনাটি ঘটে রায়গড় যখন ২০৩ রান তাড়া করতে নামে। ওপেনার সিদ্ধেশ বীর লেগসাইডের দিকে বল ঠেলে দেন। কিন্তু বলটি বেশি দূর যায়নি। দ্রুত বলটি ধরে ফেলেন পুনেরির উইকেটকিপার।

কিন্তু ততক্ষণে রান নিতে শুরু করে দিয়েছেন সিদ্ধেশ। তাঁকে রান নিতে না করেন উলটো দিকে থাকা হর্ষ মোগাবীরা। এদিকে তার মধ্যেই বল ছুঁড়ে দিয়েছেন উইকেটকিপার। তাতে স্টাম্প ভেঙে গেলেও সিদ্ধেশ ক্রিজে ফিরে গিয়েছেন। সতীর্থ ওপেনারকে বাঁচতে থেকে কিছুটা নিশ্চিন্তই হয়ে পড়েছিলেন হর্ষ। দেখেননি যে বল ওদিকের উইকেট ভেঙে দ্রুত গতিতে তাঁর দিকের উইকেটের দিকে এগিয়ে আসছে। এবং আশ্চর্যের বিষয়, সেটা স্টাম্প ভেঙেও দেয়। অদ্ভুত ভঙ্গিতে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন হর্ষ।

এমনিতে সরাসরি থ্রোয়ে আউট করা যথেষ্ট কঠিন কাজ। কিন্তু একই থ্রোয়ে দু'দিকের উইকেট ভেঙে দিয়ে আউট করা? ঘটনা দেখে হতবাক ক্রিকেটভক্তরা। অবশ্য এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও এরকম ঘটনা ঘটেছিল। ২০২২ সালে মেহেদি হাসানের থ্রোয়ে আউট হন আন্দ্রে রাসেল। তারও আগে ১৯৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজের মাইকেল হোল্ডিংও এক থ্রোতে দুই দিকের উইকেট ভেঙেছিলেন। তবে সেবার কাউকেই আউট দেননি আম্পায়ার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহারাষ্ট্র প্রিমিয়ার লিগের ষষ্ঠ ম্যাচ ছিল পুনেরি বাপ্পা বনাম রায়গড় রয়্যালসের।
  • ঘটনাটি ঘটে রায়গড় যখন ২০৩ রান তাড়া করতে নামে।
  • এক থ্রোয়ে দু'দিকের উইকেট ভাঙলেন উইকেটকিপার।
Advertisement