সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'নতুন' বাংলাদেশে সম্ভবত সব সম্ভব। শুধু ক্রিকেটের ক্ষেত্রেই ধরা যাক। যেমন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের একদিন আগে দলের দায়িত্ব ছেড়ে দেন মালিক। কিংবা অনুশীলনে পর্যাপ্ত বল না থাকায় অটো করে মাঠ ছাড়েন ফ্র্যাঞ্চাইজির কোচ। সেসব বাদ দিন! কেউ কখনও শুনেছে, ট্রফি ছাড়াই কোনও টুর্নামেন্টের সূচনা হয়? সেটাই কিন্তু ঘটল বাংলাদেশ প্রিমিয়ার লিগে। ঘটা করে লিগ শুরু হল ঠিকই, তবে সেখানে কোনও ট্রফিই ছিল না। প্রথম দিনে জিতল 'কমিটির টিম' চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
অনেকে বলতে পারেন, কেন আগে তো ট্রফি ছিল বিপিএলে। সেটা কোথায় গেল? না, এবার বাংলাদেশ বোর্ডের মনে হয়েছে নতুন ট্রফি দরকার। সেই ট্রফি কীরকম হবে? তাতে নাকি হিরে বসানো থাকবে। বোর্ডের তরফ থেকে বলা হয়েছে, সেই ট্রফির দাম প্রায় ২৫ হাজার ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২২ লক্ষ টাকা।
তাতে কি সত্যিই হিরে থাকবে? কী করে জানা যাবে! ট্রফিই তো আসেনি। অথচ ২৬ ডিসেম্বর থেকে সিলেটে শুরু হয়ে গিয়েছে বিপিএল। কিন্তু তার আগে ট্রফি নিয়ে অধিনায়কদের ফটো সেশন করা সম্ভব হয়নি। আসলে আগের ট্রফিটিকে বড্ড 'গতানুগতিক' বলে মনে হয়েছে বাংলাদেশ বোর্ডের। তাই দুবাইয়ে নতুন ট্রফি বানানো হচ্ছে। সেটা খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসবে বলে জানানো হলেও কবে আসবে তা স্পষ্ট করে জানানো হয়নি। তখন নাকি ট্রফি উন্মোচন অনুষ্ঠান হবে।
২৪ ডিসেম্বর ঢাকায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও নিরাপত্তা সমস্যার জন্য হয়নি। সিলেটে ম্যাচ শুরুর আগে মিনিটের পনেরোর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রথম দিনে দু'টি ম্যাচের মধ্যে একটিতে জিতল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শেষবেলায় মালিক সরে দাঁড়ানোয় যে দল এখন বাংলাদেশ বোর্ডই চালাচ্ছে। অনেকে আবার মজা করে এই দলকে 'কমিটির টিম'ও বলছে।
