স্টাফ রিপোর্টার: তিনটে খবর শুরুতেই দিয়ে দেওয়া যাক। আসন্ন ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের সিরিজের মাত্র তিনটে ম্যাচ খেলবেন ভারতীয় পেস তারকা জশপ্রীত বুমরাহ। অভিষেকের তিন বছর পর ফের ইংল্যান্ডের টেস্ট টিমে ডাক পেলেন জেমি ওভারটন। আঙুলের চোটের জন্য ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারবেন না জোফ্রা আর্চার।
আইপিএল শেষ। আপাতত পুরোদমে শুরু হয়ে গিয়েছে ভারতের ইংল্যান্ড সফর নিয়ে আলোচনা। বৃহস্পতিবার সেই সিরিজ নিয়েই সাংবাদিক সম্মেলন করেন ভারতের কোচ গৌতম গম্ভীর এবং নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল। এমনিতে গিলের নেতা হওয়ার পিছনে অন্যতম কারণ হিসাবে বলা হচ্ছিল, সব টেস্টে বুমরাহকে খেলানো যাবে না। এদিন গম্ভীর স্পষ্ট করে দিলেন, পাঁচ টেস্টের মধ্যে মাত্র তিনটে ম্যাচে দেখা যাবে ভারতীয় স্পিডস্টারকে। জাতীয় কোচ সরাসরিই বলে দেন, "কোন তিনটে টেস্ট বুমরাহ খেলবে, তা এখনও ঠিক করিনি। ওখানে আবহাওয়া, মাঠের অবস্থা দেখে সিদ্ধান্ত নেব। বাকি দল নির্বাচনের ক্ষেত্রেও এই মাপকাঠি অনুসরণ করা হবে।"
দেশের এক নম্বর বোলারকে সব ম্যাচ না খেলানো প্রসঙ্গেও মুখ খুলেছেন গম্ভীর। "বুমরাহর মতো প্লেয়ারের অভাব ঢাকা সহজ নয়। তবে আমাদের হাতে বিকল্প রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ও বলেছিলাম, তারকাদের অনুপস্থিতি নতুনদের সুযোগ দেয় তারকা হওয়ার। আর আমাদের কাছে প্রতিভার অভাব নেই। বুমরাহর ক্ষমতা প্রশ্নাতীত। তবে স্কোয়াডে ভালো বোলারের অভাব নেই,” বার্তা জাতীয় কোচের, যিনি মনে করেন প্রতিটা ম্যাচই তাঁর জন্য চ্যালেঞ্জ। এই সিরিজ চ্যালেঞ্জ গিলের জন্যও। এমনিতে টেস্টে তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স বিশেষ আকর্ষণীয় নয়। রিকি পন্টিংয়ের মতো বিদগ্ধ অধিনায়কও বলে দিয়েছেন, ভারতীয় ব্যাটার কীভাবে ডিফেন্স করেন সেদিকে নজর রাখবেন।
ইংল্যান্ডের পিচে অতীত ব্যর্থতাও কাঁটা গিলের জন্য। ভারতের টেস্ট অধিনায়ক অবশ্য সেসব নিয়ে ভাবছেন না। নতুন দায়িত্ব প্রসঙ্গে শোনালেন, "ক্যাপ্টেন হিসাবে আমি উদাহরণ তৈরি করতে চাই। সঙ্গে পারফরম্যান্সটাও নেতার মতো করতে চাই। ইংল্যান্ডে ব্যাট করার সময় একজন ব্যাটারের মতোই ভাবব। সেসময় সিদ্ধান্ত ব্যাটার হিসাবেই নেব। কত রান করলাম বা গড় কত, সেটা নিয়ে ভাবতে চাই না। তবে বলার মতো পারফর্ম অবশ্যই করতে চাই।” গিলদের জন্য সুখবর, প্রথম টেস্টেই জোফ্রা আর্চারকে সামলাতে হবে না। আইপিএল খেলার সময় আঙুলে চোট পেয়েছেন ইংল্যান্ড পেসার। সেই চোট না সারেনি পুরোপুরি।
