shono
Advertisement

Breaking News

Gautam Gambhir

'ভারতীয় ক্রিকেট কারও ব্যক্তিগত সম্পত্তি নয়', আচমকা কাকে তোপ গম্ভীরের?

'আমি কোনও লবিও করি না', মন্তব্য গম্ভীরের।
Published By: Arpan DasPosted: 05:48 PM May 06, 2025Updated: 05:48 PM May 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি কোচ হওয়ার পর প্রথম কয়েকমাস একেবারেই ভালো কাটেনি। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে হার মানতে হয়েছিল। প্রবল সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন গৌতম গম্ভীর। অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিন্দুকদের মুখ একপ্রকার বন্ধ করে দিয়েছেন 'জিজি'। এবার সপাটে উত্তর দিলেন। বললেন, কাউকে খুশি করার জন্য তিনি দায়িত্ব নেননি।

Advertisement

সম্প্রতি একটি অনুষ্ঠানে মুখ খোলেন তিনি। সেখানে প্রাক্তন ক্রিকেটার থেকে ধারাভাষ্যকার, সবাইকেই একহাত নেন ভারতের কোচ। তাঁর বক্তব্য, "অনেকে তো ২৫ বছর ধরে ধারাভাষ্য দিচ্ছে। মনে করছে ভারতীয় ক্রিকেট তাঁদের পারিবারিক সম্পত্তি। সেটা একেবারেই নয়। এই দেশ ভারতের সাধারণ মানুষের।"

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কাকে উদ্দেশ্য করে এরকম বাক্যবাণ হানলেন গম্ভীর। তিনি আরও বলেন, "অনেকে আমার পুরস্কার মূল্য নিয়ে প্রশ্ন তুলছে। কিন্তু ঘটনা হচ্ছে, এই সব প্রবাসী ভারতীয়রা এই দেশ থেকে পয়সা কামায়। কিন্তু ট্যাক্সের টাকা বাঁচানোর জন্য প্রবাসী হয়ে যায়।" ঘটনা হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর সুনীল গাভাসকর প্রশ্ন তুলেছিলেন, কেন গম্ভীর পুরস্কার মূল্যের টাকা দ্রাবিড়ের মতো বাকিদের সঙ্গে ভাগ করে নিলেন না। যদিও গাভাসকর প্রবাসী ভারতীয় নন। ফলে কার উদ্দেশ্যে গম্ভীর এরকম কথা বললেন, সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে।

তবে একটা বিষয় স্পষ্ট। ধারাভাষ্যকারদের উপর গম্ভীর বেশ ক্ষুব্ধ। বিশেষ করে, দুটি টেস্ট সিরিজ হারার পর তাঁর প্রবল সমালোচনা হয়েছিল। এখন গম্ভীরের বক্তব্য, "ধারাভাষ্যকারদের বোঝা উচিত- ক্রিকেট কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। এরা বিদেশে গিয়ে প্রবাসী হয়ে যায়। কিন্তু আমি ভারতে থাকব। এখানেই ট্যাক্স দেব।" সেই সঙ্গে তিনি বলছেন, "আমি কোনও বিশেষ লবির কোচ নই। আমি রাজনীতি করতে ভালোবাসি না। আমি এমন একটা টিম গড়তে চাই, যারা গর্বের সঙ্গে ভয়ডরহীন ক্রিকেট খেলবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তিনি কোচ হওয়ার পর প্রথম কয়েকমাস একেবারেই ভালো কাটেনি।
  • নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে হার মানতে হয়েছিল। প্রবল সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন গৌতম গম্ভীর।
  • অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিন্দুকদের মুখ একপ্রকার বন্ধ করে দিয়েছেন 'জিজি'। এবার সপাটে উত্তর দিলেন।
Advertisement