shono
Advertisement
Ravindra Jadeja

জাদেজার অতি রক্ষণেই লর্ডসে হার ভারতের? মুখ খুললেন গম্ভীর-সিরাজ

জাদেজার পাশে দাঁড়াচ্ছেন ভারতীয় দলের কোচেরা?
Published By: Arpan DasPosted: 03:23 PM Jul 18, 2025Updated: 03:23 PM Jul 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লর্ডস টেস্টে ২২ রানে হারের ক্ষত এখনও শোকায়নি দেশের ক্রিকেটভক্তদের। কী করলে কী হত, সেই নিয়ে আলোচনা এখনও চলছে। অনেকের মতে, জাদেজা লড়াই করেছেন ঠিকই, কিন্তু আরও আগ্রাসী খেলতে পারতেন। টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট বা কোচ গৌতম গম্ভীরও কি সেটাই মনে করেন? বিসিসিআইয়ের পোস্ট করা একটি ভিডিওয় তার উত্তর পাওয়া গেল।

Advertisement

শেষের দিকে জশপ্রীত বুমরাহ ৫৪ বলে করেন ৫ রান, অন্যদিকে ৩০ বলে ৪ রান করে দুর্ভাগ্যজনকভাবে আউট হন মহম্মদ সিরাজ। জাদেজা ৬১ রান করে অপরাজিত থাকেন। তবে চূড়ান্ত ব্যর্থ করুণ নায়ার, নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দররা। কিন্তু অনেকের বক্তব্য, জাদেজা আক্রমণাত্মক খেলতে পারেন। বিশেষ করে, বুমরাহ-সিরাজ যেখানে যথেষ্ট ভালো রক্ষণ করছিলেন, সেখানে জাদেজা আরও ঝুঁকি নিতে পারতেন। সেই নিয়ে অনেকে জাদেজার সমালোচনাও করছে।

তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট জাদেজার পাশেই দাঁড়াচ্ছে। শুক্রবার বিসিসিআইয়ের পোস্ট করা একটি ভিডিও গৌতম গম্ভীর বলেন, "এটা অসাধারণ লড়াই। জাড্ডু যেভাবে লড়াই করেছে, তার তুলনা হয় না।" তাঁর লড়াইয়ের সঙ্গী সিরাজও বলছেন, "জাড্ডু ভাই অসাধারণ। সেটা ব্যাটিং, ফিল্ডিং, বোলিং, সব বিভাগেই। সব কিছুতেই ওর উন্নতি দেখার মতো। দল যখনই বিপদে পড়ে, তখনই জাদেজা রান করে। ওর মতো প্লেয়ার আর হয় না। আমরা ভাগ্যবান যে, জাদেজার মতো প্লেয়ার দলে আছে।

ভারতের অন্যান্য কোচেরাও জাদেজার প্রশংসায় পঞ্চমুখ। সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বলছেন, "ওর ব্যাটিং সর্বোচ্চ পর্যায়ের। শেষ দুটো টেস্টে খুব ধারাবাহিক।" ব্যাটিং কোচ শীতাংশু কোটাকের মতে, "আমার মতে, ও চাপের মুখে ভালো খেলে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লর্ডস টেস্টে ২২ রানে হারের ক্ষত এখনও শোকায়নি দেশের ক্রিকেটভক্তদের।
  • কী করলে কী হত, সেই নিয়ে আলোচনা এখনও চলছে।
  • অনেকের মতে, জাদেজা লড়াই করেছেন ঠিকই, কিন্তু আরও আগ্রাসী খেলতে পারতেন।
Advertisement