shono
Advertisement
Gautam Gambhir

কেন এত 'পছন্দের' হর্ষিত? কারণ জানালেন গম্ভীর, বিশ্বকাপের পরিকল্পনাতেও থাকছেন তারকা পেসার

বিশ্বকাপে হর্ষিতকে নিয়ে কী পরিকল্পনা গম্ভীরের?
Published By: Arpan DasPosted: 09:00 PM Dec 07, 2025Updated: 09:00 PM Dec 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। এমনকী হর্ষিত রানাকে দলে নেওয়া নিয়েও আপত্তি রয়েছে অনেকের। নিন্দুকরা বলেন, গৌতম গম্ভীরের ‘পছন্দের’ বলেই রানা দলে জায়গা পান। সত্যিই কি তাই? কেন হর্ষিতকে নিয়মিত সুযোগ দেন? সেই নিয়ে মুখ খুললেন ভারতের কোচ। সেই সঙ্গে ঘুরিয়ে জানিয়ে দিলেন ২০২৭-র বিশ্বকাপের পরিকল্পনাতেও রয়েছেন হর্ষিত।

Advertisement

১১টি ওয়ানডেতে তাঁর উইকেট সংখ্যা ২০। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পেয়েছিলেন ৬টি উইকেট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সংগ্রহ ৪টি উইকেট। তবে তাতেও সন্তুষ্ট গম্ভীর। কারণ হর্ষিতকে বোলিং অলরাউন্ডার হিসেবে দেখতে চান ভারতের কোচ। তিনি বলেন, "আমরা হর্ষিতকে তৈরি করছি, তার একটা কারণ আছে। যে ব্যাট হাতে ৮ নম্বরে খেলতে পারবে। আমাদের সেরকম ভারসাম্য দরকার। আবার দু'বছর পর দক্ষিণ আফ্রিকায় আমাদের তিনজন পেসারও লাগবে।"

দু'বছর পর দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ। সেটার প্ল্যানে যে হর্ষিত আছেন, তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন গম্ভীর। তাঁর সংযোজন, "যদি ও বোলিং অলরাউন্ডার হিসেবে উন্নতি করতে পারে, তাহলে তা আমাদের খুব সাহায্য করবে। কারণ এরপর জশপ্রীত বুমরাহ ফিরবে। আর এই সিরিজে অর্শদীপ, প্রসিদ্ধ, হর্ষিত খুব ভালো খেলেছে। ওরা খুব একটা অভিজ্ঞ নয়। কিন্তু এই সিরিজে দারুণ খেলেছে। তাই হর্ষিতকে আমাদের ৮ নম্বরে দরকার। তবে এখনও অনেকটা সময় বাকি আছে।" মনে করিয়ে দেওয়া যাক, ৪ ইনিংসে হর্ষিতের রান ৪১। তবে দরকারে তিনি ব্যাট করে দিতে পারেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তাঁকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। এমনকী হর্ষিত রানাকে দলে নেওয়া নিয়েও আপত্তি রয়েছে অনেকের।
  • নিন্দুকরা বলেন, গৌতম গম্ভীরের ‘পছন্দের’ বলেই রানা দলে জায়গা পান।
  • সত্যিই কি তাই? কেন হর্ষিতকে নিয়মিত সুযোগ দেন? সেই নিয়ে মুখ খুললেন ভারতের কোচ।
Advertisement