shono
Advertisement

Breaking News

MS Dhoni

পরের আইপিএলে খেলবেন? 'ঘুটনে মে দর্দ...' ইঙ্গিতবাহী জবাব ধোনির

এমন মন্তব্যের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।
Published By: Prasenjit DuttaPosted: 10:30 AM Aug 11, 2025Updated: 01:40 PM Aug 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহেন্দ্র সিংকে (MS Dhoni) নিয়ে উন্মাদনায় এতটুকু ভাটা পড়েনি। তাঁর বয়স এখন ৪৪। আগামী আইপিএলে কি খেলবেন মাহি? তা নিয়ে এখন থেকেই কৌতূহল অনন্ত। সম্প্রতি একটি অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছিল। সেখানে ধোনিকে জিজ্ঞেস করা হয় এ কথা। এই প্রসঙ্গে মজার ছলে ইঙ্গিতবাহী জবাবও দিয়েছেন ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

Advertisement

উপস্থাপককে ধোনি বলেন, "পরের বছর খেলব কি না এখনও জানি না। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ডিসেম্বর পর্যন্ত এখনও সময় আছে। সেই কারণেই আমি আরও কয়েক মাস সময় নেব।" ধোনির কাছ থেকে এমন ধোঁয়াশাময় মন্তব্য শুনে ভিড়ের মধ্যে থেকে একজন ভক্ত বলে ওঠেন, "আপনাকে খেলতেই হবে, স্যর।"

উত্তরে মজাদার প্রতিক্রিয়াও দেন মাহি, “আরে, ঘুটনে মে জো দর্দ‌ হোতা হ্যায় উসকা টেক কেয়ার কৌন করেগা? (আমার হাঁটুতে যে ব্যথা, কে তার যত্ন নেবে?)” ধোনির এমন মন্তব্য শুনে সকলেই হেসে ওঠেন। কথোপকথনের ভিডিওটি সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। সেখানে নেটিজেনরাও ধোনিকে আগামী আইপিএলে খেলার কথা বলেছেন। সম্প্রতি ধোনি চেন্নাই সুপার কিংস নিয়ে বলেছিলেন, “দলের ব্যাটিং অর্ডার নিয়ে একটু হলেও চিন্তায় রয়েছি আমরা। তবে মনে হয়, সেই সমস্যার সমাধান করে ফেলেছি। রুতুরাজের চোট ছিল। আইপিএলের মাঝপথে ও চোটের জন্য ছিটকে গিয়েছিল। কিন্তু চোট সারিয়ে ও ফিরে আসবে। রুতু চলে এলে আমাদের অনেক সমস্যাই মিটবে। আগামী মরশুমে ও কামব্যাক করছে।”

সুতরাং আগামী মরশুমে তিনি যে চেন্নাইয়ের নেতৃত্বে থাকবেন না, তা তাঁর কথা থেকে স্পষ্ট। কারণ, রুতুরাজ ফিরলে আগামী মরশুমে তিনিই সিএসকে’কে নেতৃত্ব দেবেন। গত আইপিএলে রুতুরাজ ছিটকে যাওয়ায় অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় ধোনিকে। যদিও ১৪ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে শেষ করে চেন্নাই সুপার কিংস। আর এই পরিস্থিতিতে মজার মন্তব্য উঠে এল ধোনির কথায়। যদিও মজার ছলে হলেও তাঁর হাঁটুর ব্যথার কথাও ভক্তদের মনে করিয়ে দিলেন তিনি। তাই আগামী আইপিএলে তিনি আদৌ খেলবেন কি না, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী আইপিএলে কি খেলবেন মাহি? তা নিয়ে এখন থেকেই কৌতূহল অনন্ত।
  • সম্প্রতি একটি অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছিল।
  • সেখানে ধোনিকে জিজ্ঞেস করা হয় এ কথা।
Advertisement