shono
Advertisement
Rajasthan Royals

সঞ্জুর বদলে অধিনায়ক পেয়ে গেল রাজস্থান? ফ্র্যাঞ্চাইজির নতুন পোস্ট ঘিরে জল্পনা

দলের অধিনায়ক হিসাবে কোনও অভিজ্ঞ ক্রিকেটারকেই চাইছে এই ফ্র্যাঞ্চাইজি। 
Published By: Prasenjit DuttaPosted: 12:57 PM Jan 05, 2026Updated: 01:58 PM Jan 05, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিনি নিলামের আগে সঞ্জু স্যামসনকে বিক্রি করে দিয়েছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। বদলে চেন্নাই পর্ব অতীত করে 'ঘরওয়াপসি' হয়েছে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja)। তিনি ফিরেছেন রাজস্থানে। সঞ্জু চলে যাওয়ার পর প্রশ্ন ওঠে, আইপিএলের আসন্ন মরশুমে কাকে দেখা যাবে রাজস্থানের নেতৃত্বে? আলোচনায় ছিল রিয়ান পরাগের নাম। তবে দলের অধিনায়ক হিসাবে কোনও অভিজ্ঞ ক্রিকেটারকেই চাইছে এই ফ্র্যাঞ্চাইজি। 

Advertisement

মনে করা হচ্ছে, সব কিছু ঠিক থাকলে আসন্ন মরশুমে রাজস্থান রয়‍্যালসের অধিনায়ক হতে চলেছেন রবীন্দ্র জাদেজা। যদিও এমন গুঞ্জন অনেকদিন আগে থেকেই। দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় কলকাতায় ভারতের টিম হোটেলে গিয়েছিলেন রাজস্থান কর্ণধার মনোজ বাদালে। সেখানে এই বিষয়ে জাদেজার সঙ্গে একপ্রস্থ আলোচনাও হয়েছিল। যদিও সেই সময় চেন্নাই বা রাজস্থান কোনও পক্ষের তরফেই ট্রেডিং নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

তবে এবার ১৪ কোটির জাদেজাকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করে রাজস্থান রয়্যালস। সেখানে রাজস্থান জার্সিতে জাদেজার ছবি দিয়ে তারা লেখে, 'যেটা করি সেটাই সুপার, এটাই আমি মানুষকে বলতে শুনেছি।' সালটা তখন ২০০৮। আইপিএলের প্রথম মরশুমের ট্রফি জিতেছিল রাজস্থান রয়্যালস। শেন ওয়ার্নের সেই দলের সদস্য ছিলেন জাড্ডু। এর পরের মরশুমেও রাজস্থানেই ছিলেন তিনি।

এর মাঝে ১৮টা বছর অতিক্রান্ত। এরপর তিনি খেলেছেন কোচি টাস্কার্সের হয়েও। ২০১২ সালে চেন্নাইয়ে চলে যান। মাঝে গুজরাট লায়ন্সে ঘুরে ফের চেন্নাইয়ে। ২০২২ সালে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়েছিলেন। মাত্র ৮ ম্যাচ পরেই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। কারণ পয়েন্ট টেবিলের তলানিতে চলে গিয়েছিল সিএসকে। সেই জাদেজাই চেন্নাইয়ে সিংহভাগ সময় কাটিয়ে এবার রাজস্থানে। মনে করা হচ্ছে, পুরনো দলে ফিরে অধিনায়কের মর্যাদা পেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মিনি নিলামের আগে সঞ্জু স্যামসনকে বিক্রি করে দিয়েছিল রাজস্থান রয়্যালস।
  • বদলে চেন্নাই পর্ব অতীত করে 'ঘরওয়াপসি' হয়েছে রবীন্দ্র জাদেজার। তিনি ফিরেছেন রাজস্থানে।
  • সঞ্জু চলে যাওয়ার পর প্রশ্ন ওঠে, আইপিএলের আসন্ন মরশুমে কাকে দেখা যাবে রাজস্থানের নেতৃত্বে?
Advertisement