shono
Advertisement
Brendon McCullum

বাজবলের বিদায়, অ্যাশেজের পরই চাকরি যাচ্ছে ম্যাকালামের!

সদ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজে লজ্জার হারের মুখ দেখতে হয়েছে ইংল্যান্ডকে।
Published By: Subhajit MandalPosted: 08:49 PM Jan 06, 2026Updated: 08:49 PM Jan 06, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব ক্রিকেট থেকে কি মুছে যেতে চলেছে বাজবল! অ্যাশেজে লজ্জার হারের পর মৃত্যুঘণ্টা বেজে গেল বাজবলের! ইংল্যান্ডের ক্রিকেট মহলে যা খবর, এই মুহূর্তে সম্ভবত ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হিসাবে শেষ ম্যাচটা খেলাচ্ছেন ব্রেন্ডন ম্যাকালাম। এই ম্যাচের পরই হয় সসম্মানে চাকরি ছাড়বেন তিনি। নয়তো তাঁকে বরখাস্ত করবে ইসিবি।

Advertisement

আসলে সদ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজে লজ্জার হারের মুখ দেখতে হয়েছে ইংল্যান্ডকে। মাত্র ১১ দিনে টেস্ট সিরিজ হেরেছেন স্টোকসরা। তারপর অবশ্য মেলবোর্নে খানিক চমকপ্রদভাবে টেস্ট জিতেছে ইংরেজরা। যা কিনা ৫৪৬৮ দিনে অজিভূমে ইংল্যান্ডের প্রথম টেস্ট জয়। কিন্তু ওই জয়কে বিশেষ পাত্তা দিচ্ছে না ইসিবি। সূত্রের খবর, অ্যাশেজে লজ্জার হারের পরই বেন স্টোকস ও ম্যাকালামের সঙ্গে আলোচনায় বসেছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। তাতেই চূড়ান্ত বার্তা দেওয়া হয়েছে ম্যাকালামকে।

সূত্রের দাবি, ম্যাকালামকে বলে দেওয়া হয়েছে, অ্যাশেজের জন্য দল যে ঠিকমতো প্রস্তুত ছিল না সেটা স্পষ্ট। সেটার দায় তাঁকে নিতে হবে। তাছাড়া দল যেভাবে খেলছে তাতেও খুশি নয় ইসিবি। এমনকী দলের অন্দরের পরিবেশও ভালো না। এই পরিস্থিতি দ্রুত না বদলালে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শোনা যাচ্ছে, ড্রেসিংরুমেও অনেকে ম্যাকালামের উপর আস্থা হারাচ্ছেন। ফলে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে অ্যাশেজের পর নিজেই পদত্যাগ করে দিতে পারেন প্রাক্তন কিউয়ি তারকা।

উল্লেখ্য, ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই ইংল্যান্ডের অস্ত্র 'বাজবল'। অর্থাৎ ঝড়ের গতিতে রান তোলা। ম্যাকালাম ও অধিনায়ক বেন স্টোকসের সময় আগ্রাসী মনোভাবের ক্রিকেট খেলার জন্য বিপক্ষের কাছে সমীহ আদায় করে নিয়েছেন ইংরেজরা। সমস্যা হল, ছোটখাট দলের বিরুদ্ধে এই বাজবল কাজে দিলেও শক্তিশালী দলের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ছে ম্যাকালামদের স্ট্র্যাটেজি। যেমনটা হয়েছে ভারতের বিরুদ্ধে, বা যেমনটা হল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। শেষ পর্যন্ত যদি ম্যাকালামকে সরে যেতে হয়, তাহলে সেটা বাজবল যুগের ইতি হিসাবেই বিবেচিত হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অ্যাশেজে লজ্জার হারের পর মৃত্যুঘণ্টা বেজে গেল বাজবলের!
  • ইংল্যান্ডের ক্রিকেট মহলে যা খবর, এই মুহূর্তে সম্ভবত ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হিসাবে শেষ ম্যাচটা খেলাচ্ছেন ব্রেন্ডন ম্যাকালাম।
  • এই ম্যাচের পরই হয় সসম্মানে চাকরি ছাড়বেন তিনি।
Advertisement