সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL 2025) শুরুতেই কি তাল কাটল? ঘটনা অনেকটা এরকমই। আর যা নিয়ে বিতর্ক এড়ানো গেল না। রিঙ্কু সিং নাকি কিং কোহলিকে উপেক্ষা করেছেন। ব্যাপারটা তখন অনেকেরই খেয়ালে আসেনি। কিন্তু মুহূর্তের মধ্যে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর, নড়েচড়ে বসেন নেটিজেনরা।

ঠিক কী ঘটেছে? ঝলমলে উদ্বোধনী অনুষ্ঠানে (Opening Ceremony) তখন সেজে উঠেছে ইডেন উদ্যান। সঙ্গীতের জমকালো অনুষ্ঠানের পর বিরাট কোহলি এবং রিঙ্কু সিংকে মঞ্চে ডেকে নেন শাহরুখ খান। প্রথমে কোহলির সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেন। বলেন, কোহলির নামে জয়ধ্বনি তুলতে। এরপর রিঙ্কুকেও যোগ দিতে বলেন। রিঙ্কু মঞ্চে উঠে শাহরুখ খানের সঙ্গে হাত মেলান। কিং খানের সঙ্গে 'লুটপুট গ্য়ায়া' গানের তালে নাচও করেন তিনি। মঞ্চে রিঙ্কুকে দেখে কোহলি হাত বাড়িয়ে দেন তাঁর দিকে। যদিও উদীয়মান এই তারকা হাত না মিলিয়ে পাশ দিয়ে হেঁটে চলে যান। অপ্রস্তুত অবস্থায় পড়ে যান বিরাট।
সোশাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে কী দেখা গিয়েছে? নেটিজেনদের প্রশ্ন, বিরাটকে কি উপেক্ষাই করেছেন রিঙ্কু? কেন তিনি 'আইকনিক' ক্রিকেটার বিরাটের সঙ্গে এমন আচরণ করলেন, তা চর্চা অব্যাহত। কিন্তু ভিডিওটি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে, ইচ্ছাকৃতভাবে এমন করেননি বাঁ-হাতি এই ব্যাটার।
উল্লেখ্য, আরসিবি'র বিরুদ্ধে রিঙ্কু রান পাননি। মাত্র ১২ রানে ক্রুণাল পাণ্ডিয়ার বলে বোল্ড হয়ে যান। অন্যদিকে, কোহলি ৩০ বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে এবারের আইপিএল মরশুম শুরু করেছেন। আরসিবি ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে কেকেআরকে।