shono
Advertisement
ICC Champions Trophy 2025

লাইন-লেংথে জোর শামির, প্রথম দিনেই দুবাইয়ে পুরোদমে অনুশীলন রোহিত-বিরাটদের

জশপ্রীত বুমরাহ না থাকায় ভারতের পেস অ‌্যাটাকের নেতৃত্বের ব‌্যাটন থাকবে শামির হাতেই।
Published By: Anwesha AdhikaryPosted: 11:33 AM Feb 17, 2025Updated: 04:29 PM Feb 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ ফুরফুরে দেখাচ্ছিল রোহিত শর্মাদের। অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হেরে ফেরার পর ভারতীয় ক্রিকেটে চাপের যে আবহ তৈরি হয়েছিল, সেটা অনেকটাই কেটে গিয়েছে। ঘরের মাঠে ইংল‌্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারানো। তারপর ওয়ান ডে’তে হোয়াইটওয়াশ। সবচেয়ে বড় কথা হল, রোহিত আর বিরাট কোহলি–দু’জনেই রানে ফিরেছেন। কটকে একেবারে চেনা ফর্মের রোহিতকে পাওয়া যায়। বিরাটও রানে ফিরেছেন। যা চ‌্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) আগে ভারতীয় টিমকে স্বস্তি দিচ্ছে।

Advertisement

রোহিত, বিরাটরা শনিবার দুবাই পৌঁছে গিয়েছেন। রবিবার পুরোদমে প্র্যাকটিস করল দল। অস্ট্রেলিয়া সফরের বিপর্যয়ের পর বেশ কিছু নতুন নিয়মকানুন জারি করা হয়েছে। সেখানে বলে দেওয়া হয়েছে, কোনও ঐচ্ছিক অনুশীলন থাকবে না। সবাইকে নেট সেশনে যেতে হবে। রবিবারের প্র্যাকটিস সেশনে বোলিং কোচ মর্নি মর্কেলকে দীর্ঘক্ষণ মহম্মদ শামিকে নিয়ে পড়ে থাকতে দেখা গেল। জশপ্রীত বুমরাহ না থাকায় ভারতের পেস অ‌্যাটাকের নেতৃত্বের ব‌্যাটন থাকবে শামির হাতেই। চোট সারিয়ে ফিরেছেন বঙ্গ পেসার। ইংল‌্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি, ওয়ান ডে সিরিজে খেলেছেন। নেটে মূলত লাইন-লেংথের উপর আরও বেশি জোর দিতে দেখা যায় ভারতের তারকা পেসারকে। প্রথম দিকে শর্ট রান আপে বোলিং করছিলেন। কিন্তু নেট শুরু হওয়ার পর পুরো রান আপে বোলিং করলেন সামি। মূলত অফস্টাম্প লাইন লক্ষ‌্য করে বোলিং করে গেলেন। ভারতীয় টিম ম‌্যানেজমেন্টও খুব ভালো করেই জানে বুমরাহর অনুপস্থিতিতে শামির ছন্দে থাকা ঠিক কতটা জরুরি।

প্র্যাকটিসের মাঝে হঠাৎ করেই চিন্তা বাড়িয়ে দিয়েছিল ঋষভ পন্থের চোট। হার্দিক পাণ্ডিয়ার শট ঋষভের হাঁটুতে গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন ফিজিও। তবে পন্থের চোট বড় নয়। কিছুক্ষণ পরেই তাঁকে নেটে ব‌্যাটিং করতে দেখা যায়। হার্দিক থেকে শ্রেয়স আইয়ার-প্রত‌্যেককেই ছন্দে দেখাল। স্পিনারদের বিরুদ্ধে মারকুটে ব‌্যাটিং করে গেলেন। বিরাট আবার প্র্যাকটিসে সতীর্থদের সঙ্গে মজা করলেন। দেখে বোঝাই যাচ্ছিল ভারতীয় টিমের আবহটা বেশ ফুরফুরে। আগামী বৃহস্পতিবার চ‌্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম‌্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। দুবাইয়ে সাধারণত স্লো উইকেট থাকে। যা খবর, এবারও সেই ট্রেন্ডই থাকছে। অর্থাৎ স্পিনাররা বাড়তি সুবিধে পেতে পারেন। সেই কথা মাথায় রেখেই শেষমুহূর্তে বরুণ চক্রবর্তীকে স্কোয়াডে নিয়ে আসা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রোহিত, বিরাটরা শনিবার দুবাই পৌঁছে গিয়েছেন। রবিবার পুরোদমে প্র্যাকটিস করল দল।
  • ভারতীয় টিম ম‌্যানেজমেন্টও খুব ভালো করেই জানে বুমরাহর অনুপস্থিতিতে শামির ছন্দে থাকা ঠিক কতটা জরুরি।
  • হার্দিক থেকে শ্রেয়স আইয়ার-প্রত‌্যেককেই ছন্দে দেখাল। স্পিনারদের বিরুদ্ধে মারকুটে ব‌্যাটিং করে গেলেন।
Advertisement