সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি হামলার হুমকি এসেছিল। মাত্র আধ ঘণ্টার বৃষ্টিতে ভেস্তে গিয়েছে ম্যাচ। একাধিক ক্ষেত্রে অব্যবস্থার অভিযোগ উঠেছে। কিন্তু এ হেন চ্যাম্পিয়ন্স ট্রফিকেও 'সফল' বলে ঘোষণা করল আইসিসি।
আইসিসির চিফ এক্সিকিউটিভ জিওফ অ্যালড্রাইস এক বিবৃতি দিয়ে বলছেন, "আমরা পিসিবিকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাতে চাই সফলভাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের জন্য।" তাঁর কথায়, "১৯৯৬ সালের পর এই প্রথম পাকিস্তানে কোনও আইসিসি ইভেন্ট আয়োজিত হল। পিসিবির জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট ছিল। যারা স্টেডিয়াম সংস্কার থেকে পিচ তৈরি, ম্যাচ আয়োজন এবং বিদেশি অতিথিদের অভ্যর্থনার দায়িত্বে ছিলেন প্রত্যেককে শুভেচ্ছা এবং ধন্যবাদ।" একই সঙ্গে এমিরেটস ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানিয়েছেন আইসিসির ওই আধিকারিক।
বস্তুত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান নামেই আয়োজক ছিল। গোটা টুর্নামেন্টে পাকিস্তানের ভূমিকা বারবার প্রশ্নের মুখে পড়েছে। সেটা পরিকাঠামো হোক বা ম্যাচ আয়োজন। নিরাপত্তা জনিত কারণে পাকভূমে যায়নি ভারত। রোহিতরা ম্যাচ খেলেছেন দুবাইয়ে। এমনকী পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও পাক বোর্ডের প্রতিনিধিকে দেখা যায়নি। পিসিবি-র সভাপতি মহসিন নকভি না থাকলেও রবিবার নাকি দুবাইয়ে হাজির ছিলেন তাদের প্রতিনিধি। অথচ তারপরও কেন পাক বোর্ডের সিইও সুমের আহমেদকে মঞ্চে ডাকা হয়নি, সেই নিয়ে ব্যাখ্যা চেয়েছিল তারা। কিন্তু আইসিসি-র তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আলাদা করে কোনও ব্যাখ্যা দেওয়া হবে না।
সেই নিয়ে বিতর্কও হচ্ছে। এরই মধ্যে আইসিসির চিফ এক্সিকিউটিভ জিওফ অ্যালড্রাইস বিবৃতি দিয়ে বলে দিলেন, টুর্নামেন্ট সফল হয়েছে। অর্থাৎ আয়োজক হিসাবে পাকিস্তানের ভূমিকা নিয়ে যাবতীয় যা প্রশ্ন ছিল সবটাই উড়িয়ে দিল আইসিসি।
