shono
Advertisement
IND VS AUS

বঞ্চনার জবাব অর্শদীপের, তৃতীয় টি-টোয়েন্টিতে বড় রান অস্ট্রেলিয়ার

সুযোগ পেয়েই নিজেকে উজাড় করে দিলেন 'পাঞ্জাব দা পুত্তর'।
Published By: Prasenjit DuttaPosted: 03:22 PM Nov 02, 2025Updated: 03:50 PM Nov 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বঞ্চনার জবাব দিলেন অর্শদীপ সিং। এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে খেলানো হয়নি তাঁকে। যা নিয়ে টিম ম্যানেজমেন্টের নীতি সমালোচিত হয়েছিল। সেই অর্শদীপ অজিভূমে তৃতীয় টি-টোয়েন্টিতে সুযোগ পেলেন। সুযোগ পেয়েই নিজেকে উজাড় করে দিলেন 'পাঞ্জাব দা পুত্তর'। তা সত্ত্বেও ভারতের সামনে ১৮৭ রানের লক্ষ্য রাখল অস্ট্রেলিয়া।

Advertisement

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ হোবার্টে। রবিবারের ম্যাচ হারলে সিরিজে অনেকটাই পিছিয়ে পড়বে টিম ইন্ডিয়া। গতিময় পিচ থাকবে রবিবার, এমনটাই অনুমান ছিল। সম্ভবত সে কথা মাথায় রেখেই ফেরানো হয়েছিল অর্শদীপকে। এছাড়াও রবিবার ভারতীয় দলে তিনটি বদল করা হয়। সঞ্জু স্যামসন, হর্ষিত রানা এবং কুলদীপ যাদবকে দলে রাখা হয়নি। দলে এসেছেন উইকেটকিপার জিতেশ শর্মা। খেলবেন ওয়াশিংটন সুন্দরও।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সূর্য। প্রথম ওভারেই ট্রাভিস হেড (৬)-এর উইকেট তুলে নেন অর্শদীপ। নিজের দ্বিতীয় ওভারে জশ ইংলিশ (১)-কেও ফেরান তিনি। এরপর সংহারক রূপ ধারণ করেন টিম ডেভিড। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে রানের গতি বেড়ে যায় অস্ট্রেলিয়ার। অধিনায়ক মিচেল মার্শের সঙ্গে ৫৯ রানের জুটি গড়েন তিনি। ব্যক্তিগত ১১ রানে মার্শকে ফেরান বরুণ চক্রবর্তী। রানের খাতা না খুলে ভারতীয় 'রহস্য স্পিনারে'র বলে ফিরে যান মিচেল ওয়েন।

ভয়ানক হয়ে ওঠা ডেভিডকে সাজঘরের পথ দেখান শিবম দুবে। ৩৮ বলে ৭৪ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৮টি চার, ৫টি ছক্কা। তবে ২০ রানের মাথায় তাঁর ক্যাচ ফেলেন ওয়াশিংটন সুন্দর। এই ওয়াশিংটনকে এক ওভারও বল দিলেন না অধিনায়ক সূর্যকুমার যাদব। তাঁর জায়গায় অভিষেক শর্মার মতো পার্টটাইম বোলারকে বল দেওয়া হল। ১ ওভারে ১৩ রানও দিলেন তিনি। সূর্যকুমারের এমন সিদ্ধান্ত সত্যিই অবাক করে দেওয়ার মতো। শেষ দিকে মার্কাস স্টইনিস (৬৯) চালিয়ে খেলে অস্ট্রেলিয়ার রান নিয়ে গেলেন ১৮৬-তে। অর্শদীপ নিলেন ৩ উইকেট। বরুণ চক্রবর্তী ফেরালেন ২ অজি ব্যাটারকে। শিবম দুবের শিকার ১ উইকেট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বঞ্চনার জবাব দিলেন অর্শদীপ সিং। এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে খেলানো হয়নি তাঁকে।
  • যা নিয়ে টিম ম্যানেজমেন্টের নীতি সমালোচিত হয়েছিল।
  • সেই অর্শদীপ অজিভূমে তৃতীয় টি-টোয়েন্টিতে সুযোগ পেলেন।
Advertisement