shono
Advertisement

Breaking News

India Cricket Team

'যথেষ্ট ভালো খেলেছি', ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে অজি সফর নিয়ে সাফাই গিলের

অভিষেক-যশস্বীদের সঙ্গে সম্পর্ক কি খারাপ হয়েছে? মুখ খুললেন 'অফ ফর্ম'-এর শুভমান গিল।
Published By: Arpan DasPosted: 08:51 PM Feb 04, 2025Updated: 08:51 PM Feb 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের আগে অনেকগুলো প্রশ্ন টিম ইন্ডিয়ার সামনে। গত কয়েকমাস একেবারেই ভালো যায়নি। বর্ডার গাভাসকর ট্রফিতে চূড়ান্ত বিধ্বস্ত হতে হয়েছে। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। বলা যেতে পারে, তার আগে 'লিটমাস টেস্ট' হবে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে। তার আগে সাংবাদিক সম্মেলনে ভারতের সহ অধিনায়ক শুভমান গিল জানিয়ে দিলেন, একটা সিরিজ কোনও ভাবেই দলের ফর্ম বিচার করতে পারে না।

Advertisement

৬ ফেব্রুয়ারি থেকে শুরু ওয়ানডে সিরিজ। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে সহজ জয় এসেছে সূর্যকুমারের নেতৃত্বে। কিন্তু এখানে অন্য পরীক্ষা। নেতৃত্বে ফিরছেন রোহিত। দলে এসেছে ১০ বদল। অজি সফরের ব্যর্থতা কাটিয়ে সামনে দেখতে চাইবে টিম ইন্ডিয়া। শুভমানের গলায় সেটাই ধরা পড়ল। সাংবাদিক সম্মেলনে তিনি জানালেন, "একটা ম্যাচ বা একটা দিন আমাদের বিচার করতে পারে না। আমরা ওখানে দুবার জিতেছি। তার আগে বিশ্বকাপ জিতেছি, ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছি। সেগুলো মনে রাখা দরকার।"

সেখানে কেন ব্যর্থ হয়েছিল ভারত? শুভমানের যুক্তি, শেষ টেস্টের শেষ দিনে বুমরাহর অনুপস্থিতি। তিনি বলছেন, "একটা সিরিজ আমাদের ফর্ম বিচার করতে পারে না। আমাদের এরকম প্রচুর প্লেয়ার আছে, যারা অতীতে অনেক সিরিজে ধারাবাহিক পারফর্ম করেছে। এটা ঠিক যে আমরা অস্ট্রেলিয়ার আশানুরূপ খেলতে পারিনি। কিন্তু সেখানেও যথেষ্ট ভালো খেলেছি। দুর্ভাগ্য যে, শেষ দিনে বুমরাহকে পাইনি। নাহলে ম্যাচ জিতে সিরিজ ড্র করতে পারতাম।"

তাহলে সেই প্রশ্নটাই ফিরে আসে। ভারতীয় দলকে কি একা বুমরাহ টানছেন? ব্যাটারদের ফর্ম নিয়ে দুশ্চিন্তা রয়েছে। রান নেই গিলের ব্যাটেও। অথচ, তাঁরই সতীর্থ অভিষেক শর্মা ও যশস্বী জয়সওয়ালরা অনেকটা এগিয়ে গিয়েছেন। যশস্বী অজি সফরে অনবদ্য ব্যাটিং করেছেন। অন্যদিকে টি-টোয়েন্টির শেষ ম্যাচে ঝড় তুলে সেঞ্চুরি করেছেন অভিষেক। তবে নিজেদের মধ্যে সেই জন্য সম্পর্ক খারাপ হয়নি। এই নিয়ে গিল বলেন, "অভিষেক আমার ছোটবেলার বন্ধু। জয়সওয়ালও ভালো বন্ধু। আমাদের সম্পর্ক যথেষ্ট ভালো। যখন দেশের হয়ে খেলছি, সব ম্যাচে পারফর্ম করতে হবে। এটা কখনই মনে হওয়া উচিত না, 'ওরা যদি খারাপ খেলত'।"

অনুশীলনে বিরাটরা। ছবি- পিটিআই

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের আগে অনেকগুলো প্রশ্ন টিম ইন্ডিয়ার সামনে। গত কয়েকমাস একেবারেই ভালো যায়নি।
  • বর্ডার গাভাসকর ট্রফিতে চূড়ান্ত বিধ্বস্ত হতে হয়েছে। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি।
  • তার আগে সাংবাদিক সম্মেলনে ভারতের সহ অধিনায়ক শুভমান গিল জানিয়ে দিলেন, একটা সিরিজ কোনও ভাবেই দলের ফর্ম বিচার করতে পারে না।
Advertisement