সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি মাঠে নামলেই নজির। বরোদায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই রেকর্ড বুকে নাম লিখিয়ে ফেললেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে তার জন্য তাঁকে ব্যাট ধরতে হয়নি। মাঠে নেমেই ভারতের হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওয়ানডে ম্যাচের সংখ্যা ছাপিয়ে গেলেন কোহলি। আর ব্যাট হাতে তিনি ও রোহিত শর্মা ভারতকে জেতাতে পারেন কি না, সেটাই এখন দেখার। বরোদায় হর্ষিত রানা, মহম্মদ সিরাজদের জোড়া উইকেট সত্ত্বেও ৩০০ রান তুলল নিউজিল্যান্ড।
এই নিয়ে ৩০৯টি ওয়ানডে খেললেন কোহলি। অন্যদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের হয়ে ৩০৮টি ওয়ানডে খেলেছেন। তবে এশিয়া ১১ ধরে সৌরভ ৩১১টি ম্যাচ খেলেছেন। কোহলির সামনে শচীনের রেকর্ড ভাঙার হাতছানিও রয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করার সুযোগ থাকছে 'কিং' কোহলির কাছে। সেক্ষেত্রে কাজে লাগবে তাঁর 'চেজমাস্টার' পরিচয়।
এমনিতে ভারতের টসভাগ্য ভালো না। তবে বরোদায় শুভমান গিলকে সেটা সঙ্গ দিল। পিচে কোনও বিপদ নেই। তবে পরের দিকে শিশিরের প্রভাব পড়তে পারে। ফলে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেওয়া নিয়ে সন্দেহের জায়গা নেই। ভক্তদের শুধু দেখার রোহিত শর্মা, বিরাট কোহলিদের ইনিংসের জন্য বড় রান তুলতে পারে কি না কিউয়িরা? শুরুটা সেরকমই করেছিল নিউজিল্যান্ড। চর্চা শুরু হয়ে যায় অর্শদীপ সিংকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ভুল কি না? ডেভন কনওয়ে, হেনরি নিকোলসের ব্যাটে ২০ ওভারের মধ্যে একশো পার হয়ে যায়।
সেখান থেকে প্রথম ধাক্কা দেন হর্ষিত রানা। তাঁকে নিয়ে সমালোচনা কম নয়। গম্ভীরের 'পছন্দের' বলে সুযোগ পান, এমন কথাও ওঠে। তবে হর্ষিত কিন্তু প্রতিনিয়ত প্রমাণ করছেন, কেন তিনি গম্ভীরের 'প্রিয়পাত্র'? অফ স্টাম্পের বাইরের বলে নিকোলসকে (৬২) ফাঁদে ফেলে আউট করেন হর্ষিত। তার কিছুক্ষণের মধ্যে কনওয়ের (৫৬) উইকেটও ছিটকে যায়। হর্ষিত উইকেট পেলে সিরাজ বাদ যান কেন? প্রথমে উইল ইয়ং ও শেষের দিকে জাকারি ফোকসের উইকেট ঝুলিতে পোরেন তিনি।
তবে উলটো দিকে উইকেট পড়লেও ড্যারিল মিচেল রানের গতি বজায় রেখেছিলেন। মিচেলের (৮৪) উইকেট নেন প্রসিদ্ধ। তবে তাঁর সমস্যা হচ্ছে, বড্ড বেশি রান দিয়ে ফেলেন। ডেথ ওভারে সেটা না করলে রানটা ৩০০ হত না। এবার সব নজর রো-কো'র দিকে। তাঁদের ব্যাটে জিতে গেলে জয়জয়কার। আর তাঁরা যদি ব্যর্থ হন, সেখানে তারকাখচিত বাকি ব্যাটিং লাইনআপ কি টিম ইন্ডিয়াকে জেতাতে পারবেন? সেটা না হলেও কিন্তু সমস্যার।
ম্যাচের মাঝে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে সংবর্ধনা দেওয়া হয় বরোদা ক্রিকেট বোর্ড থেকে। বক্সের বাইরে থেকে বেরিয়ে আসেন রো-কো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ ও বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস।
