সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ইনিংসে লজ্জার ৪৬ রানে অল আউট। যা ভারতের মাটিতে টেস্টে সর্বনিম্ন স্কোর। বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে(IND vs NZ) প্রথম ইনিংসে শূন্য রানে থেমে গিয়েছিল সরফরাজ খানের(Sarfaraz Khan) ইনিংস। সেখান থেকে রাজকীয় কামব্যাক সরফরাজ এবং টিম ইন্ডিয়ার। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকালেন ভারতের তরুণ তারকা। সেই সঙ্গে তাঁর নাম উঠে গেল শচীন তেণ্ডুলকর, সুনীল গাভাসকরদের মতো কিংবদন্তিদের সঙ্গেও।
বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে ৩ বলে শূন্য রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন সরফরাজ। দ্বিতীয় ইনিংসে আগুনে ব্যাটিংয়ে ভারতকে ম্যাচে ফেরাতে সাহায্য করলেন। প্রথমে বিরাট কোহলি আর তার পর ঋষভ পন্থের সঙ্গে জুটি বেঁধে নিউজিল্যান্ডের বিরুদ্ধে লিড এনে দিলেন। শেষ পর্যন্ত তরুণ তারকা থামলেন ১৫০ রানে। প্রথম ইনিংসে শূন্য করেও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করার রেকর্ডে তিনি নাম উঠল। যে তালিকায় রয়েছে সুনীল গাভাসকর, শচীন তেণ্ডুলকর, মহম্মদ আজহারউদ্দিন, দিলীপ বেঙ্গসরকর, শিখর ধাওয়ানের মতো কিংবদন্তিদের নাম। যাঁর সঙ্গে তিনি জুটি বেঁধেছিলেন, সেই বিরাট কোহলিরও রেকর্ড রয়েছে প্রথম ইনিংসে শূন্য করে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করার। আর ঠিক আগের টেস্টেই একই ঘটনা ঘটিয়েছিলেন শুভমান গিল।
সরফরাজের নায়কোচিত ইনিংসে মুগ্ধ প্রাক্তন তারকারাও। প্রাক্তন তারকা অনিল কুম্বলে যেমন বলছেন, "ও যখন মাঠে ঢোকে, তখনই বুঝবে সরফরাজ একটা আলাদা প্রভাব নিয়ে ঢোকে। ওর মধ্যে একটা চালাক-চতুর ব্যাপার আছে। যা দিয়ে সহজেই বিপক্ষের উপর চাপ তৈরি করতে পারে।" আরেক প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরের আবার মনে পড়ছে পাকিস্তানের তারকা জাভেদ মিয়াদাঁদের কথা। তাঁর মতে সরফরাজ যেন ১৯৮০-র সময়ের মিয়াদাঁদের ২০২৪-র রূপ। সোশাল মিডিয়াতেও চলছে সেরকমই আলোচনা। বিশেষ করে, পন্থের সঙ্গে একটা ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সময়ে যেভাবে সরফরাজ লাফ দিয়ে উঠেছিলেন, তাতে মিল পাওয়া যাচ্ছে মিয়াদাঁদের সঙ্গে। কিরণ মোরের সঙ্গে কথা কাটাকাটির সময় লাফিয়েছিলেন মিয়াদাঁদ। আর এদিন যেভাবে পন্থকে রান আউট থেকে বাঁচানোর জন্য লাফালেন, সেটাও নজর কেড়েছে ক্রিকেটভক্তদের।