সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার সামনে আত্মসমর্পণ করেছিল ভারত। তাই ধরমশালায় জিতে সিরিজে লিড নিতে মরিয়া ছিল সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়ারা। তৃতীয় টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়ার বোলারদের সামনে রীতিমতো চোখে সর্ষেফুল দেখল প্রোটিয়া বাহিনী। দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হল ১১৭ রানে।
রবিবার টস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। তৃতীয় টি-টোয়েন্টিতে দু'টি বদল হয়েছে ভারতীয় দলে। জশপ্রীত বুমরাহ এবং অক্ষর প্যাটেলের জায়গায় এসেছেন গম্ভীরের প্রিয় হর্ষিত রানা এবং কুলদীপ যাদব। পরের দিকে শিশির পড়ার সম্ভাবনা রয়েছে বলেই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন সূর্য। তাঁর এই সিদ্ধান্ত যে একেবারে সঠিক ছিল, তা বোঝা গেল।
প্রথম ওভারেই হেনড্রিক্সকে (০) ফেরান অর্শদীপ। এর পরের ওভারের দ্বিতীয় বলেই হর্ষিতের বলে সাজঘরে ফেরেন ডি কক (১)। ব্যক্তিগত ঝুলিতে আরও একটা উইকেট আসে হর্ষিতের। ভারতীয় পেসারের বলে মাত্র ২ রানে ফেরেন ব্রেভিস। প্লেড অন হন তিনি। একে একে ফিরে যান স্টাবস (৯), বশ (৯), দোনোভান (২০), জানসেন (২)। উইকেট পান বরুণ চক্রবর্তী, পাণ্ডিয়া, শিবম দুবেরা।
শেষের দিকে চালিয়ে খেলে দক্ষিণ আফ্রিকাকে সম্মানজনক স্কোরে নিয়ে যান তাদের অধিনায়ক। ৪০ বলে ৪৬ রানের অসাধারণ ইনিংসের পর সাজঘরে ফেরেন তিনি। শেষ ওভারে দু'টি উইকেট নিলেন কুলদীপ যাদব। ১১৭ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস। অর্শদীপ, হর্ষিত, বরুণ, কুলদীপ নিলেন দু'টি করে উইকেট। পাণ্ডিয়া এবং শিবম দুবে ভাগ করে নিলেন ১টি করে উইকেট।
