ভারত: ২৪৭/৯ (অভিষেক ১৩৫, কার্স ৩/৩৮)

ইংল্যান্ড: ৯৭ (সল্ট ৫৫, শামি ৩/২৫, অভিষেক ২/৩)
১৫০ রানে জয়ী ভারত।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেক শর্মার ঝোড়ো ইনিংস। তারপর ভারতীয় স্পিনারদের ঘূর্ণির জাল। জোড়া ফলায় বিদ্ধ হয়ে নিয়মরক্ষার ম্যাচে হারতে হল ইংল্যান্ডকে। সিরিজের শেষ ম্যাচে মেন ইন ব্লুর কাছে ধরাশায়ী হতে হল জস বাটলারের বাহিনীকে। ৪-১ ফলে সিরিজ জয়ী ভারত। ম্যাচে তিন উইকেট তুলে নিলেন মহম্মদ শামিও।
'কনকাশন সাব' বিতর্ক নিয়ে উত্তাপের মধ্যেই রবিবার ওয়াংখেড়েতে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। একঝাঁক তারকা হাজির ছিলেন এদিনের ম্যাচ দেখতে। তবে মাঠে নেমে এদিন যাবতীয় আলো শুষে নিলেন অভিষেক। ভারতীয় হিসাবে টি-২০তে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি হাঁকালেন তিনি। এছাড়াও টি-২০র এক ইনিংসে ভারতীয় হিসাবে সর্বোচ্চ করলেন, শুভমান গিলকে টপকে। ভারতের হয়ে একটি টি-২০ ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মারারও নজির গড়লেন অভিষেক।
তরুণ ওপেনারের দাপটে এদিন দল হিসাবে নজির গড়েছে মেন ইন ব্লুও। মাত্র ৬.৩ ওভারে একশো রান উঠেছিল ভারতের স্কোরবোর্ডে। এই প্রথমবার এত কম সময়ে ভারত টি-২০তে একশো পেরিয়েছে। এছাড়াও টি-২০ ক্রিকেটের ইতিহাসে পাওয়ার প্লেতে ভারতের সবচেয়ে বেশি রান উঠল এদিন। ৬ ওভারের শেষে ৯৫ রান তুলেছিল ভারত। একগুচ্ছ নজিরের পর ২০ ওভারের শেষে ২৪৭ রান তোলে ভারত। তার মধ্যে একা অভিষেকের রান ১৩৫।
বিরাট লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ল ইংরেজ বাহিনী। প্রথম ওভারে বেশ আগ্রাসী মেজাজে রান করলেও ধীরে ধীরে ম্যাচ থেকে হারিয়ে যায় ইংল্যান্ড। মেন ইন ব্লুর স্পিনারদের পাশাপাশি বিধ্বংসী হয়ে ওঠেন শামিও। এদিন বেন ডাকেট, আদিল রশিদ এবং মার্ক উডের উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও দুটি করে উইকেট গিয়েছে বরুণ চক্রবর্তী, শিবম দুবে এবং অভিষেক শর্মার ঝুলিতে। একটি উইকেট পেয়েছেন রবি বিষ্ণোই। ভারতীয় বোলারদের দাপটে ১০ ওভারও টিকতে পারল না ইংল্যান্ড। মাত্র ৯৭ রানে গুটিয়ে গেল বাটলারদের ইনিংস।