shono
Advertisement
U19 Asia Cup

অভিজ্ঞানের ডবল সেঞ্চুরির পর বোলিংয়ে দুরন্ত দীপেশ, যুব এশিয়া কাপে অপ্রতিরোধ্য ভারত

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে একেবারেই কল্কে পেল না মালয়েশিয়া।
Published By: Prasenjit DuttaPosted: 07:36 PM Dec 16, 2025Updated: 07:37 PM Dec 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানকে ৯০ রানে হারিয়ে সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের। আর এবার 'নিয়মরক্ষা'র ম্যাচে অভিজ্ঞানের ডবল সেঞ্চুরির পর বোলিংয়ে দুরন্ত দীপেশ। এর সৌজন্যে মালয়েশিয়াকে ৩১৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিল আয়ুষ মাত্রের ভারত। ভারতের দেওয়া ৪০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একেবারেই কল্কে পেল না মালয়েশিয়া। মাত্র ৯৩ রানে গুটিয়ে গেল তারা।

Advertisement

মঙ্গলবার দুবাইয়ে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে অধিনায়ক আয়ুষ (১৪) এবং বিহান মালহোত্রার (৭) উইকেট খোয়ালেও বৈভব সূর্যবংশী ছিলেন নিজের মেজাজে। ২৬ বলে ৫০ রান করেন তিনি। রান পেয়েছেন বেদান্ত ত্রিবেদী। তিনি করেন ৯০ রান। তবে মঙ্গলবার দিনটি ছিল অভিজ্ঞান কুণ্ডুর। ১২৫ বলে ২০৯ রান করেছে সে। স্ট্রাইক রেট ছিল ১৬৭.২০। ছোটদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে ডবল সেঞ্চুরি হাঁকিয়েছে ১৭ বছরের এই ব্যাটার। এদিন তিনিই হলেন ম্যাচের সেরা।

১২১ বলে ডবল সেঞ্চুরিতে পৌঁছেছিল অভিজ্ঞান। তাঁর ইনিংসটি সাজানো ১৭টি চার ও ৯টি ছক্কা দিয়ে। পাঁচ নম্বরে ব্যাট করে ডবল সেঞ্চুরিতে পৌঁছানো সহজ নয়। সেই ‘অসাধ্য’ কাজটিই সহজেই করে দেখিয়েছে অভিজ্ঞান। বাঁ-হাতি এই ব্যাটার ৪৪ বলে তার হাফসেঞ্চুরি করলেও পরবর্তী ৩৬ বলে সেঞ্চুরি পূরণ করে। এরপর আরও মারমুখী হয়ে ওঠে সে। শেষ পর্যন্ত ৫০ ওভারে ভারত তোলে ৪০৮ রান ভারত।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় মালয়েশিয়া। দুরন্ত বোলিং দীপেশ দেবেন্দ্রনের। ২২ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। উদ্ধব মোহন নেন ২৪ রানে ২ উইকেট। কিষাণ কুমার, খিলান প্যাটেল এবং কণিষ্ক চৌহান ভাগ করে নিয়েছেন একটি করে উইকেট। মালয়েশিয়ার হয়ে হামজা পাঙ্গি সর্বোচ্চ ৩৫ রান করেন। এই জয়ের পর গ্রুপ পর্বের তিনটি ম্যাচ জিতে ৬ পয়েন্ট পেয়ে শীর্ষে থাকল ভারত। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকিস্তানকে ৯০ রানে হারিয়ে সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের।
  • আর এবার 'নিয়মরক্ষা'র ম্যাচে মালয়েশিয়াকে ৩১৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিল আয়ুষ মাত্রের ভারত।
  • মাত্র ৯৩ রানে গুটিয়ে গেল মালয়েশিয়া।
Advertisement