shono
Advertisement
SMAT

হেরেও মুস্তাক আলির ফাইনালে ঈশানরা, রাহানে-সরফরাজের তাণ্ডবেও লক্ষ্য অধরা মুম্বইয়ের

ফাইনালে ঈশানদের প্রতিপক্ষ কারা?
Published By: Arpan DasPosted: 08:44 PM Dec 16, 2025Updated: 08:44 PM Dec 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৈয়দ মুস্তাক আলির ফাইনালে উঠল ঝাড়খণ্ড। তবে ঈশান কিষাণের দল নিজেদের শেষ ম্যাচে অন্ধ্রপ্রদেশের কাছে হেরে গেল। কিন্তু তাতেও তাঁদের ফাইনালে যাওয়া আটকাল না। ফাইনালে তাদের প্রতিপক্ষ হরিয়ানা। তারা বিরাট ব্যবধানে হারাল হায়দরাবাদকে। অন্যদিকে সরফরাজ খানের ১৫ বলের হাফসেঞ্চুরিতে মুম্বই জিতলেও ফাইনালে উঠতে পারল না।

Advertisement

অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ৯ রানে হারে ঝাড়খণ্ড। প্রথমে ব্যাট করে নীতীশ কুমার রেড্ডির দল ৭ উইকেট হারিয়ে ২০৩ রান করে। ভারতীয় অলরাউন্ডার ২২ বলে ৪৫ রান করেন। জবাবে ঝাড়খণ্ডের ইনিংস শেষ হয়ে যায় ১৯৪ রানে। এই জয়ের ফলে বি গ্রুপে ৩ ম্যাচে ৮ পয়েন্টে দাঁড়াল দুই দলই। কিন্তু ঝাড়খণ্ডের নেট রানরেট +০.২২১। সেখানে অন্ধ্রপ্রদেশের নেট রানরেট -০.১১৩। নেট রানরেটে ফাইনালে উঠল ঈশান কিষানের দল।

তবে গ্রুপ এ থেকে ফাইনালে যাওয়ার লড়াই ছিল আরও হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত ৩ ম্যাচে ৮ পয়েন্ট হয় হরিয়ানা, হায়দরাবাদ ও মুম্বইয়ের। কিন্তু নেট রাটের (+২.৩২৫) সৌজন্যে ফাইনালে গেল হরিয়ানা। শেষ ম্যাচে তারা হায়দরাবাদকে ১২৪ রানের বিরাট ব্যবধানে হারাল। প্রথমে ব্যাট করে হরিয়ানা ২৪৬ রান করে। যেখানে হায়দরাবাদের ইনিংস শেষ হয়ে যায় ১২২ রানে।

অন্য ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে বিরাট লক্ষ্য দিয়েছিল রাজস্থান। প্রথমে ব্যাট করে দীপক হুড্ডারা ২১৬ রান তোলে। জবাবে ঝড় তুলে দেন সরফরাজ খান ও অজিঙ্ক রাহানে। সরফরাজ ২২ বলে ৭৩ রান করেন। তাঁর হাফসেঞ্চুরি আসে ১৫ বলে। অন্যদিকে অজিঙ্ক ৪১ বলে ৭২ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৩ উইকেটে জিতলেও নেট রানরেটের জন্য ফাইনালে যাওয়া হল না মুম্বইয়ের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সৈয়দ মুস্তাক আলির ফাইনালে উঠল ঝাড়খণ্ড।
  • তবে ঈশান কিষাণের দল নিজেদের শেষ ম্যাচে অন্ধ্রপ্রদেশের কাছে হেরে গেল।
  • কিন্তু তাতেও তাঁদের ফাইনালে যাওয়া আটকাল না। ফাইনালে তাদের প্রতিপক্ষ হরিয়ানা।
Advertisement