shono
Advertisement
Smriti Mandhana

ব্যক্তিগত ধাক্কার পর সুসংবাদ! আইসিসি'র ক্রমতালিকায় সিংহাসন ফিরে পেলেন স্মৃতি

ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন আর কোন ভারতীয়?
Published By: Prasenjit DuttaPosted: 08:46 PM Dec 16, 2025Updated: 08:46 PM Dec 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত ধাক্কা সামলে আসন্ন শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন স্মৃতি মন্ধানা। চুটিয়ে অনুশীলনও করছেন তিনি। আর এর মধ্যেই পেয়ে গেলেন সুসংবাদ। আইসিসি'র ক্রমতালিকায় সিংহাসন ফিরে পেলেন তিনি।

Advertisement

মঙ্গলবার প্রকাশিত হয়েছে আইসিসি মহিলা ওয়ানডে র‍্যাঙ্কিং। সেখানে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ডকে সরিয়ে এক নম্বরে উঠে এসেছেন তিনি। তাঁর রেটিং পয়েন্ট ৮১১। দ্বিতীয় স্থানে থাকা উলিভার্টের পয়েন্ট ৮০৬। তৃতীয় স্থানে থাকা অজি তারকা অ্যাশলি গার্ডনারের পয়েন্ট ৭৩৮। র‍্যাঙ্কিংয়ে চতুর্থ ন্যাট সায়ভার-ব্রান্ট। তাঁর রেটিং ৭১৪।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর গায়ক পলাশের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল স্মৃতির। বিয়ের আগের নানা অনুষ্ঠানও হয়ে যায়। কিন্তু বিয়ের দিন সকালেই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা। হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। তখনই বিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় দুই পরিবার। পরদিন অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয় পলাশকেও। প্রায় তিনদিন চিকিৎসার পরে হাসপাতাল থেকে ছাড়া পান দু’জনে। তবে এই সময়ের মধ্যেই জল্পনা ছড়ায়, বিয়ের অনুষ্ঠান চলাকালীনই নাকি এক কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় পলাশকে। শেষ পর্যন্ত সেই বিয়েও ভেঙে যায়।

তবে ক্রিকেটকে সম্বল করে হৃদয়ভঙ্গের যন্ত্রণা ভুলতে চান স্মৃতি। সেই মতোই অনুশীলনে নেমে পড়েছেন। ডিসেম্বরের শেষের দিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু। আপাতত সেদিকেই নজর স্মৃতির। তার আগেই এমন খবর পেলেন যে, তাঁর মন চাঙ্গা হয়ে উঠতে বাধ্য তাঁর। চলতি সপ্তাহে স্মৃতির ৮১১ রেটিং পয়েন্টের কোনও পরিবর্তন হয়নি। অন্যদিকে, আয়ারল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার জয়ের পরেও উলভার্ডের পয়েন্ট ৮১৪ থেকে কমে ৮০৬ হয়েছে। দশম স্থানে জেমাইমা রডরিগেজ। তাঁর রেটিং পয়েন্ট ৬৫৮।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ব্যক্তিগত ধাক্কা সামলে আসন্ন শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন স্মৃতি মন্ধানা।
  • চুটিয়ে অনুশীলনও করছেন তিনি। আর এর মধ্যেই পেয়ে গেলেন সুসংবাদ।
  • আবারও আইসিসি'র ক্রমতালিকায় সিংহাসন ফিরে পেলেন তিনি।
Advertisement