সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিং, অক্ষয় খান্নার সিনেমা 'ধুরন্ধর'। সেই সিনেমায় মজে ভারতের ক্রিকেট টিমও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টির আগে দল বেঁধে 'ধুরন্ধর' দেখতে গেল গম্ভীর ব্রিগেড। তারকা প্লেয়ারদের জন্য গোটা সিনেমা হলটাই বুক করা হয়েছিল।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। এখনও সিরিজের দু’টি ম্যাচ বাকি। বুধবার লখনউয়ে জিতলে সিরিজ পকেটে ভরবে টিম ইন্ডিয়া। তার আগে খোশমেজাজে সূর্যকুমাররা। সোমবার রাত ৮:১০-র শোয়ে ফিনিক্স পালাসিও মলের মাল্টিপ্লেক্সে যায় ভারতীয় দল। গোটা অডিটোরিয়ামটাই ভারতীয়দের জন্য বুক করা ছিল।
এই দলে ছিলেন কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক সূর্যকুমার যাদব, শুভমান গিল, হার্দিক পাণ্ডিয়া, অর্শদীপ সিং, তিলক বর্মা ও বোলিং কোচ মর্নি মর্কেল। ওই শপিং মলের পক্ষ থেকে বলা হয়েছে, "আমরা তারকাদের জন্য একটি অডি নম্বর ১০ বুক করেছিলাম। তাঁদের নিরাপত্তার জন্য আমাদের অনেক নিয়মকানুন মানতে হয়েছে। তাই শুধুমাত্র প্লেয়ার ও কোচিং স্টাফরাই ওই শো দেখেছে। লখনউয়ে আমাদের চ্যাম্পিয়ন দলকে আতিথেয়তা করতে পেরে আমরাও খুশি। ওই দলে মোট ৪০ জন ছিলেন।" রাত ১২টা ১০ নাগাদ তাঁরা হল ছেড়ে বেরোন।
লখনউয়ে এই ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে। স্টেডিয়াম চত্বরে ভারতের জার্সি বিক্রি হচ্ছে। তাছাড়া জনতার ঢল সামলানোর জন্য পুলিশ থেকে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। উল্লেখ্য, চতুর্থ ম্যাচে খেলতে পারবেন না জশপ্রীত বুমরাহ ও অক্ষর প্যাটেল। স্কোয়াডে ডাক পেয়েছেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ।
