সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুব এশিয়া কাপে পাকিস্তানকে হেলায় হারাল ভারত। দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডে ৯০ রানে জয় পেয়েছেন বৈভব সূর্যবংশীরা। অ্যারন জর্জের অনবদ্য ব্যাটিং এবং কণিষ্ক চৌহান এবং দীপেশ দেবেন্দ্রনের দুরন্ত বোলিংয়ের সৌজন্যে জিতে মাঠ ছেড়েছে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল।
ম্যাচের আগে ভারী বৃষ্টিপাতের ৪০ ওভারে ম্যাচ করানোর সিদ্ধান্ত নেয় আম্পায়াররা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত তোলে ২৪০ রান। জবাবে ৪১.২ ওভারে মাত্র ১৫০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। অনবদ্য এই জয়ের সৌজন্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।
পাক মহারণে সাফল্য পেল না বৈভব। অধিনায়ক আয়ুষ মাত্রে (৩৮) স্বচ্ছন্দে শুরু করলেও আলি রাজার বলে বারবার বিপাকে পড়ছিল বৈভব। শেষ পর্যন্ত ৬ বলে ৫ রান করে আউট হয় ১৪ বছর বয়সি ক্রিকেটার। মহম্মদ সায়ামের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে বসে বৈভব। এর আগে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ৯৫ বলে ১৭১ রান করেছিল। তবে এই ম্যাচে রান পেল না। তিনে নেমে অনবদ্য খেলেন অ্যারন। ৮৮ বলে ৮৫ রানে সাজঘরে ফেরেন তিনি। শেষের দিকে কণিষ্ক চৌহান করেন ৪৬।
জবাবে শুরু থেকেই বিপর্যয়ের মধ্যে পড়ে পাকিস্তান। দীপেশ দেবেন্দ্রন এবং কণিষ্ক চৌহান নেন তিনটি করে উইকেট। কিষাণ সিং, খিলান প্যাটেল, বৈভব সূর্যবংশী পেয়েছেন ১টি করে উইকেট। পাকিস্তানের হয়ে হুজাইফা আহসান করেন ৭০ রান। তিনি ছাড়া কেউই ভারতীয় বোলারদের সামনে রুখে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ৯০ রানে হার শিকার করে অনূর্ধ্ব-১৯ পাক দল।
