সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষণা হল ২০২৬ সালের মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি। ইংল্যান্ডে বসতে চলেছে এই মেগা টুর্নামেন্টের আসর। দু'টি গ্রুপে ছ'টি দলকে নিয়ে আয়োজিত হবে বিশ্বকাপ। সবচেয়ে বড় ব্যাপার, একই গ্রুপে রয়েছে ভারত-পাকিস্তান।
গ্রুপ-১-এ ভারত-পাকিস্তানের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং মূলপর্বে যোগ্যতা অর্জনকারী দুই দল। অন্য গ্রুপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা-সহ মূলপর্বে যোগ্যতা অর্জনকারী দুই দল। সাম্প্রতিক পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে রাখা হবে কিনা, তা নিয়ে সংশয় ছিল। তবে, সংশয় দূর করে দুই দেশকেই একই গ্রুপে দেখা যেতে চলেছে। সুতরাং খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন, ভারত-পাকিস্তান ম্যাচ কবে?
১৪ জুন, রবিবার এজবাস্টনে ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এরপর 'উইমেন ইন ব্লু' ১৭ জুন মূলপর্বে যোগ্যতা অর্জনকারী দলের বিপক্ষে খেলবে। এরপর ২১ এবং ২৫ জুন ভারত খেলবে দক্ষিণ আফ্রিকা এবং মূলপর্বে যোগ্যতা অর্জনকারী দলের সঙ্গে। ২৮ জুন গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে লর্ডসে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছেন হরমনপ্রীত কৌররা।
উল্লেখ্য, মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলেছে ১২ জুন। এজবাস্টনে প্রথম ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-শ্রীলঙ্কা। ফাইনাল আয়োজিত হবে ৫ জুলাই।
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ
ভারতের সূচি
১৪ জুন, ভারত-পাকিস্তান, এজবাস্টন
১৭ জুন, ভারত-যোগ্যতা অর্জনকারী দল, হেডিংলি
২১ জুন, ভারত-দক্ষিণ আফ্রিকা, ওল্ড ট্রাফোর্ড
২৫ জুন, ভারত-যোগ্যতা অর্জনকারী দল, ওল্ড ট্রাফোর্ড
২৮ জুন, ভারত-অস্ট্রেলিয়া, লর্ডস
উইমেন ইন ব্লু'র সব ম্যাচ ভারতীয় সময় সন্ধে ৭টায়
নকআউট পর্বের ম্যাচ
১ম সেমিফাইনাল: ৩০ জুন, লর্ডস, সন্ধে ৭টা
২য় সেমিফাইনাল: ২ জুলাই, ওভাল, রাত ১১টা
ফাইনাল: ৫ জুলাই, লর্ডস, সন্ধে ৭টা