shono
Advertisement
India vs England

এজবাস্টনে আকাশদীপের 'পাঞ্জা', বাংলার পেসারের দাপটে জয়ের দোরগোড়ায় ভারত

আকাশ দীপের বিধ্বংসী স্পেলেই ইতিহাস বদলে দ্বিতীয় টেস্টে জয়ের দোরগোড়ায় পৌঁছে গেল টিম ইন্ডিয়া।
Published By: Subhajit MandalPosted: 09:01 PM Jul 06, 2025Updated: 09:11 PM Jul 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এজবাস্টনে বাংলার পেসারের দাপটে কাঁপছে ইংল্যান্ড। এজবাস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট আকাশ দীপের। আর এই পাঁচ উইকেটের চারটি ইংল্যান্ডের টপ অর্ডারের। অপরটি ফর্মে থাকা উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথের। আকাশ দীপের বিধ্বংসী স্পেলেই ইতিহাস বদলে দ্বিতীয় টেস্টে জয়ের দোরগোড়ায় পৌঁছে গেল টিম ইন্ডিয়া।

Advertisement

চতুর্থ দিনের শেষেই আকাশের সুইংয়ের সামনে দিশেহারা মনে হচ্ছিল ইংরেজ ব্যাটারদের। রবিবার সেই সুইং যেন আরও ধারালো হল। এদিন ৩ উইকেটে ৭২ রানে পঞ্চম দিন শুরু করা ইংল্যান্ডের চতুর্থ উইকেট পড়ে ৮০ রানে। সৌজন্যে বাংলার আকাশ দীপ। তাঁর ইনসুইং বুঝতে না পেরে ব্যক্তিগত ২৪ রানে সাজঘরের পথ দেখেন অলি পোপ। এরপর আকাশের বিষাক্ত ইনকাটারের কোনও উত্তর না পেয়ে লেগবিফোর হন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা হ্যারি ব্রুক। লাঞ্চের আগে আকাশ দীপ তুলে নেন চার উইকেট।

লাঞ্চের পর ইংরেজ উইকেটরক্ষক জেমি স্মিথ যখন সেট এবং সংহারক রূপ নিয়ে পালটা আক্রমণের রাস্তা খুঁজছেন, তখনই অধিনায়ক গিল বল তুলে দিলেন আকাশের হাতে। এবারও অধিনায়কের মান রাখলেন বাংলার পেসার। সেট হওয়া স্মিথকে ৮৮ রানে আউট করে নিজের কেরিয়ারের প্রথম পাঁচ উইকেটের লক্ষ্য যেমন পূরণ করলেন, তেমনই দেশকেও জয়ের দোরগোড়ায় পৌঁছে দিলেন। প্রথম ইনিংসে আকাশ শেষ করেছিলেন ৪ উইকেটে। অল্পের জন্য পাঁচ উইকেট হাতছাড়া হওয়ার সেই আক্ষেপটা এবার তিনি মিটিয়ে নিলেন। আপাতত এই ম্যাচে ভারতের সর্বাধিক উইকেট শিকারি তিনিই।

প্রথম টেস্টে দলে ছিলেন না। ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’-এর জন্য জশপ্রীত বুমরাহ না থাকায় দ্বিতীয় টেস্টের প্রথম একাদশ সুযোগ পান। নতুন বলে আকাশ দীপের সুইং কার্যত নাস্তানাবুদ করে ছেড়েছে ইংরেজ ব্যাটারদের। কিন্তু পরের টেস্টে যদি বুমরাহ ঢোকেন, তাহলে কি কোপ পড়বে আকাশ দীপের উপরই? সে আশঙ্কা হয়তো এবার ছাড়তে পারবেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলার পেসারের দাপটে কাঁপছে ইংল্যান্ড।
  • এজবাস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট আকাশ দীপের।
  • আর এই পাঁচ উইকেটের চারটি ইংল্যান্ডের টপ অর্ডারের।
Advertisement