shono
Advertisement
Champions Trophy

টানা দ্বিতীয় ট্রফি জয়ের পথে ভারতের কাঁটা নিউজিল্যান্ড? কী বলছে পরিসংখ্যান?

আইসিসি টুর্নামেন্টে ভারতের স্বপ্ন বারবার ভেঙে দিয়েছে কিউয়ি বাহিনী।
Published By: Anwesha AdhikaryPosted: 10:42 AM Mar 09, 2025Updated: 01:56 PM Mar 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা দুবছরে দুটি ট্রফি জেতার মুখে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া। গত বছর টি-২০ বিশ্বকাপের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার হাতছানি রোহিত শর্মাদের সামনে। কিন্তু এবার ভারতের বিরুদ্ধে কঠিন প্রতিপক্ষ-বরাবরের শক্ত গাঁট নিউজিল্যান্ড। সাম্প্রতিক অতীতে মুখোমুখি লড়াইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স ভালো। কিন্তু আইসিসি টুর্নামেন্টে ভারতের স্বপ্ন বারবার ভেঙে দিয়েছে কিউয়ি বাহিনী।

Advertisement

পরিসংখ্যান বলছে, ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে ভারত। ১১৯টি ম্যাচের মধ্যে ৬১বার জিতেছে ভারত। শেষ পাঁচ সাক্ষাতেও কিউয়িদের উড়িয়ে দিয়েছে মেন ইন ব্লু।

ভারত বনাম নিউজিল্যান্ড
ওয়ানডে- ১১৯
ভারত-৬১
নিউজিল্যান্ড-৫০
টাই-১
অমীমাংসিত-৭

শেষ ৫ ম্যাচ
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি- ৪৪ রানে জয়ী ভারত
২০২৩ বিশ্বকাপ সেমিফাইনাল- ৭০ রানে জয়ী ভারত
২০২৩  ওয়ানডে বিশ্বকাপ- ৪ উইকেটে জয়ী ভারত
২০২৩ দ্বিপাক্ষিক সিরিজ- ৯০ রানে জয়ী ভারত
২০২৩ দ্বিপাক্ষিক সিরিজ- ৮ উইকেটে জয়ী ভারত

কিন্তু ওয়ানডে পরিসংখ্যান যাই বলুক না কেন, নকআউটে একেবারে অন্য রূপে দেখা যায় নিউজিল্যান্ডকে। কিউয়ি কাঁটায় বারবার বিদ্ধ হয়েছে ভারতীয় দল। ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনাল হোক বা ২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল-ভারতীয় দলকে কাঁদিয়েছেন কেন উইলিয়ামসনরা।

ভারত বনাম নিউজিল্যান্ড
আইসিসি ইভেন্ট
ম্যাচ-১২
ভারত-৬
নিউজিল্যান্ড-৬

আইসিসি নকআউট
চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল (২০০০)- ৪ উইকেটে জয়ী নিউজিল্যান্ড
ওয়ানডে বিশ্বকাপ সেমিফাইনাল (২০১৯)- ১৮ রানে জয়ী নিউজিল্যান্ড
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (২০২১)- ৮ উইকেটে জয়ী নিউজিল্যান্ড
ওয়ানডে বিশ্বকাপ সেমিফাইনাল (২০২৩)- ৭০ রানে জয়ী ভারত

তবে রবিবার ফাইনালের আগে ভারতীয় সমর্থকদের মনে আশা জাগাচ্ছে আরও একটি পরিসংখ্যান। এর আগে চারবার 'মিনি বিশ্বকাপে'র ফাইনাল খেলেছে ভারত। তার মধ্যে দুবার ট্রফি জিতে ফিরেছে মেন ইন ব্লু। তবে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল খেলতে নেমে এই নিউজিল্যান্ডের কাছেই হারতে হয়েছিল ভারতকে। তাই রবিবার দুবাইয়ে বদলা নেওয়ার সুযোগ থাকছে রোহিত শর্মাদের কাছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
২০০০- রানার্স আপ
ভারত: ২৬৪/৬
নিউজিল্যান্ড: ২৬৫/৬
৪ উইকেটে হার ভারতের।

২০০২-চ্যাম্পিয়ন
শ্রীলঙ্কা: ২২২/৭
ভারত: ৩৮/১
পরিত্যক্ত ম্যাচে যুগ্ম চ্যাম্পিয়ন ভারত-শ্রীলঙ্কা।

২০১৩- চ্যাম্পিয়ন
ভারত: ১২৯/৭
ইংল্যান্ড: ১২৪/৮
৫ রানে জয়ী ভারত।

২০১৭- রানার্স আপ
পাকিস্তান: ৩৩৮/৪
ভারত: ১৫৮
১৮০ রানে হার ভারতের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে ভারত। ১১৯টি ম্যাচের মধ্যে ৬১বার জিতেছে ভারত।
  • ওয়ানডে পরিসংখ্যান যাই বলুক না কেন, নকআউটে একেবারে অন্য রূপে দেখা যায় নিউজিল্যান্ডকে।
  • আগে চারবার 'মিনি বিশ্বকাপে'র ফাইনাল খেলেছে ভারত। তার মধ্যে দুবার ট্রফি জিতে ফিরেছে মেন ইন ব্লু।
Advertisement