shono
Advertisement
Kuldeep Yadav

টেস্ট ছেড়ে বিয়ের পিঁড়িতে কুলদীপ! সিরিজের মাঝেই বোর্ডের কাছে ছুটির আর্জি স্পিনারের

চলতি বছর আইপিএল শেষ হতেই ছোটবেলার বান্ধবীর সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেছিলেন ভারতীয় স্পিনার।
Published By: Sulaya SinghaPosted: 10:58 PM Nov 14, 2025Updated: 10:58 PM Nov 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কুলদীপ যাদব! ভারতীয় দলের ড্রেসিংরুমে কান পাতলে অন্তত তেমনটাই শোনা যাচ্ছে। আর সেই কারণেই নাকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ চলাকালীনই বোর্ডের কাছে ছুটির আবেদন জানিয়েছেন তিনি। অর্থাৎ দ্বিতীয় টেস্টে হয়তো কুলদীপকে ছাড়াই দলগঠন করতে হবে গুরু গম্ভীরকে।

Advertisement

সূত্রের খবর, চলতি নভেম্বরের শেষ সপ্তাহে বিসিসিআইয়ের কাছে ছুটি চেয়েছেন বাঁ-হাতি স্পিনার। কিন্তু আগামী ২২ নভেম্বর গুয়াহাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ভারতের। আর রাঁচিতে প্রথম ওয়ানডে হবে ৩০ নভেম্বর। তাই এখনও পর্যন্ত তাঁর আবেদনে সবুজ সংকেত দেয়নি বোর্ড। বোর্ডের তরফে খবর, এনিয়ে টিম ম্যানেজমেন্ট আলোচনা করবে। তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে যে আদৌ তাঁকে ওই সময় ছুটি দেওয়া সম্ভব কিনা।

উল্লেখ্য, চলতি বছর আইপিএল শেষ হতেই ছোটবেলার বান্ধবী বংশীকার সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেছিলেন ভারতীয় স্পিনার। একেবারে ঘরোয়া অনুষ্ঠানেই আংটি বদল করেন তাঁরা। উত্তরপ্রদেশের শ্যামনগরের মেয়ে বংশীকা। বর্তমানে এলআইসি-তে কর্মরত বংশীকার সঙ্গে তার পরপরই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তাঁর। কিন্তু পহেলগাঁওয়ে জঙ্গিহামলা এবং পরবর্তীতে অপারেশন সিঁদুরের জেরে বিয়ের অনুষ্ঠান বাতিল হয়ে যায়। এবার যে তিনি বিয়ের জন্যই ছুটি চেয়েছেন, তা কার্যত স্পষ্ট। কিন্তু বোর্ড তাঁকে ছাড়তে রাজি হয় কিনা, সেটাই এখন লাখ টাকার সওয়াল। কারণ ইতিমধ্যেই প্রথম টেস্টে জায়গা করে নিয়েছেন তিনি। ইডেনে প্রথম দিন তুলে নিয়েছেন জোড়া উইকেটও। আপাতত ম্যাচে চালকের আসনে ভারতই। এহেন পরিস্থিতিতে তাঁকে দ্বিতীয় টেস্টে পাওয়া না গেলে তা দলের জন্য খুব একটা সুখকর হবে না। তাই বিয়ের জন্য কুলদীপের ছুটি মঞ্জুর হলে দল তাঁকে ঠিক কতদিন পাবে না, সেটাই এখন দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সূত্রের খবর, চলতি নভেম্বরের শেষ সপ্তাহে বিসিসিআইয়ের কাছে ছুটি চেয়েছেন বাঁ-হাতি স্পিনার।
  • কিন্তু আগামী ২২ নভেম্বর গুয়াহাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ভারতের। আর রাঁচিতে প্রথম ওয়ানডে হবে ৩০ নভেম্বর।
  • তাই এখনও পর্যন্ত তাঁর আবেদনে সবুজ সংকেত দেয়নি বোর্ড।
Advertisement