shono
Advertisement
Mayank Yadav

চোটের কবলে ময়ঙ্ক, কবে মাঠে দেখা যাবে তাঁকে? লখনউয়ের সিইও দিলেন বড় আপডেট

ময়ঙ্কের চোট চিন্তা বাড়াচ্ছে লখনউ শিবিরে।
Posted: 11:53 PM Apr 08, 2024Updated: 05:36 PM Apr 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোটের কবলে লখনউ সুপার জায়ান্টসের নতুন পেস-সেনশেসন মায়াঙ্ক যাদব (Mayank Yadav)। 
রবিবার গুজরাট টাইটান্সের সঙ্গে ম্যাচে মাত্র এক ওভার বল করেই মাঠ ছাড়তে হয় তাঁকে। তলপেটের পেশিতে টানের জন্য ১২ এপ্রিলের দিল্লি বনাম লখনউ ম্যাচে দেখা যাবে না ময়ঙ্ককে। লখনউ সুপার জায়ান্টসের সিইও বিনোদ বিস্ত তরুণ বোলারের চোটের আপডেট দিয়েছেন।

Advertisement

 

[আরও পড়ুন: তিন ম্যাচ পরে হার, চেন্নাই স্টেশনে থমকাল নাইটদের জয়রথ]



দিল্লি ম্যাচের দুদিন পরেই রয়েছে লখনউ-কেকেআর ম্যাচ। সেই ম্যাচেও অনিশ্চিত হয়ে পড়েছেন নতুন পেস-সেনশেসন। কবে মাঠে ফিরবেন সেই ব্যাপারে পরিষ্কার করে এখনও কিছু বলেননি লখনউ সুপার জায়ান্টসের সিইও। সাধারণত তলপেটের পেশিতে টান ধরলে তা সারতে বেশ কিছুদিন সময় লাগে। ফলে গোটা দুয়েক ম্যাচে ময়ঙ্ক অনিশ্চিত হয়ে পড়লেন। 
প্রতি ঘণ্টায় ১৫০ কিমি গতিতে বল করা ময়ঙ্ক যাদবের (Mayank Yadav) কাছে যেন মামুলি ব্যাপার। অথচ রবিবার গুজরাট টাইটান্সের সঙ্গে ম্যাচে ১৪০ কিমি গতি তুলতেই হিমশিম খান লখনউয়ের পেসার।
লখনউ অবশ্য পেয়ে গিয়েছে আরেক পেসারকে। তিনি যশ ঠাকুর। পাঁচ উইকেট নেন গুজরাটের বিরুদ্ধে। ময়ঙ্কের অনুপস্থিতিতে লোকেশ রাহুলের তুরুপের তাস হতে পারেন যশ ঠাকুর।

[আরও পড়ুন: টানা হারে বিপর্যস্ত, হাল ফেরাতে নতুন বিদেশিকে দলে নিল পন্থের দিল্লি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চোটের কবলে লখনউ সুপার জায়ান্টসের নতুন পেস-সেনশেসন মায়াঙ্ক যাদব (Mayank Yadav)। 
  • রবিবার গুজরাট টাইটান্সের সঙ্গে ম্যাচে মাত্র এক ওভার বল করেই মাঠ ছাড়তে হয় তাঁকে।
  • তলপেটের পেশিতে টানের জন্য ১২ এপ্রিলের দিল্লি বনাম লখনউ ম্যাচে দেখা যাবে না ময়ঙ্ককে।
Advertisement