shono
Advertisement
Inzamam-ul-Haq

হিজাব ছাড়াই নববধূ! ‘মৌলবি’ ইনজামামের ছেলের বিয়ের ছবি দেখে ক্ষুব্ধ কট্টরপন্থীরা

লাহোরে একটি ছোট পারিবারিক অনুষ্ঠানে সম্পন্ন হয়েছে ইনজামামের ছেলে ইবতিসাম-উল-হকের বিয়ে।
Published By: Arpan DasPosted: 01:44 PM Jan 25, 2025Updated: 03:27 PM Jan 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের বন্ধনে বাঁধা পড়লেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইনজামাম-উল-হকের ছেলে। লাহোরে একটি ছোট পারিবারিক অনুষ্ঠানে সম্পন্ন হল ইবতিসাম-উল-হকের বিয়ের অনুষ্ঠান। তারপর সোশাল মিডিয়ায় পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের পুত্র ও পুত্রবধূর সঙ্গে ছবিও ছড়িয়ে পড়ে। আর যা দেখে রীতিমতো ক্ষোভে ফুঁসছে কট্টরপন্থীরা।

Advertisement

বিয়ের শুভ অনুষ্ঠানের ছবি দেখেও কেন এত ক্ষোভ? তার কারণ লুকিয়ে আছে নববধূর পোশাকে। তসর রঙের লেহেঙ্গা, ফুলের মালা ও গহনায় সেজেছিলেন ইবতিসামের স্ত্রী। আর তাতেই ক্ষুব্ধ মৌলবাদীরা। কেন হিজাব বা ওড়না জাতীয় কোনও কাপড় পরেননি তিনি? এই প্রশ্নে বিদ্ধ করা হচ্ছে ইনজামামকেও।

পাকিস্তানে যথেষ্ট জনপ্রিয় ও সম্মাননীয় তিনি। সেটা শুধু ক্রিকেটের জন্য নয়, পরবর্তী জীবনেও ইসলামিক আদর্শকে যথেষ্ট গুরুত্ব সহকারে পালন করেন বলেও। ক্রিকেট ছাড়ার পর ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন। আর সেই ইনজামামের পুত্রবধূই কিনা হিজাব ছাড়া বিয়ে করলেন। যে ছবি খোদ সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাতে রয়েছেন ইনজামামও। তাহলে কি 'ধর্মীয় পথ' থেকে তিনি সরে আসছেন? এমন প্রশ্নও তুলছেন অনেকে।

এমনিতে পাকিস্তানে মহিলাদের পোশাক-আশাক নিয়ে যথেষ্ট কড়াকড়ি আছে। সে দেশের ক্রিকেটাররাও ধর্মীয় আচরণবিধি অত্যন্ত যত্ন সহকারে অনুসরণ করেন। প্রাক্তন ও বর্তমান অনেক তারকাই সোশাল মিডিয়ায় নিজেদের স্ত্রীদের ছবি পোস্ট করেন না। সেখানে ইনজামামের মতো 'ধার্মিক' ব্যক্তির এহেন পোস্ট দেখে চমকে উঠছেন অনেক কট্টরপন্থী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিয়ের বন্ধনে বাঁধা পড়লেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইনজামাম-উল-হকের ছেলে।
  • লাহোরে একটি ছোট পারিবারিক অনুষ্ঠানে সম্পন্ন হল ইবতিসাম উল হকের বিয়ের অনুষ্ঠান।
  • তারপর সোশাল মিডিয়ায় পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের পুত্র ও পুত্রবধূর সঙ্গে ছবিও ছড়িয়ে পড়ে।
Advertisement